বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জনগণের আমানত নিরাপদ আছে

------- ড. জামালউদ্দিন আহমেদ

জনগণের আমানত নিরাপদ আছে

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামালউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকগুলোর কাছে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. জামালউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন পত্রপত্রিকা যে নিউজগুলো দিচ্ছে, এগুলো ঠিক নয়। বিশ্বাসযোগ্য নয়। আন্দাজের ওপর লিখে দিচ্ছে। পলিটিক্যালি মোটিভেটেড হচ্ছে, যে কারণে মানুষ বিভ্রান্তও হয়েছে। এটা পুরোপুরি পরিষ্কার করার জন্য বাংলাদেশ ব্যাংক সংবাদ সম্মেলন করেছে। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে যা কিছু বলেছে তার সবই ঠিক। বাংলাদেশ ব্যাংকের বক্তব্যের পর তো সব পরিষ্কার হয়ে গেছে। আমানতকারীদের আর কিছু বুঝতে বাকি নেই। পত্রপত্রিকার খবর নিয়ে সাধারণ মানুষ, আমানতকারী ও গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট দেওয়ার পর সবকিছু পরিষ্কার হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ ব্যাংকের কাছে ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকার অতিরিক্ত তারল্য আছে। এটা অনেক বেশি এবং পরিমাণেও পর্যাপ্ত। মানুষের মধ্যে আস্থা ধরে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যাংকিং ব্যবস্থা মানুষের আস্থার ওপর নির্ভর করেই পরিচালিত হয়। আস্থার ভিত্তিতেই মানুষ লেনদেন করে। এ বিষয়টি পলিটিক্যালি মোটিভেটেড করার চেষ্টা যারা করেছে তারা ঠিক করেনি। ড. জামালউদ্দিন আহমেদ বলেন, নানাবিধ সুবিধার জন্য মানুষ ব্যাংকে টাকা রাখে। আমানতের নিরাপত্তা, মুনাফা, এবং যেকোনো সময় টাকা তোলা যায় ব্যাংকে রাখলে। অন্য খাতে বিনিয়োগ করলে টাকা নগদায়ন করতে অনেক সময় লাগে, যেখানে ব্যাংকে জমা টাকা আমানতকারীরা তাৎক্ষণিক তুলে নিতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর