বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মরুর বুকে জাপানের সূর্যোদয়

কোস্টারিকার জালে স্পেনের ৭ গোল

ক্রীড়া প্রতিবেদক, কাতার থেকে

মরুর বুকে জাপানের সূর্যোদয়

সৌদি আরবের পর কাতার বিশ্বকাপে চমক দেখাল এশিয়ার আরেক ফুটবল শক্তি জাপান। সূর্যোদয়ের দেশটি কাল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারায়। গ্রুপের আরেক ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। খলিফ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে জার্মানি-জাপান ম্যাচ। ফুটবলের সব সূচকে জার্মানিকেই ফেবারিট বলছিলেন সবাই। ম্যাচের তখন ৮৩তম মিনিট। নিজেদের অর্ধ থেকে ইতাকুরার লম্বা ফ্রি কিকের বল পেয়ে একজন জার্মানকে পাশ কাটিয়ে কৌণিক শটে বল জালে জড়ান তাকুমা আসানো। সঙ্গে সঙ্গে গ্যালারির হাজার হাজার জাপানি সমর্থক উল্লাসে ফেটে পড়েন। সমস্বরে গাইতে থাকেন ফুটবলের জয়গান। গতকাল বিশ্বকাপে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে আরও একটি অঘটনের জন্ম দিল জাপান! আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ের পর বিশ্বকাপে জাপানি রূপকথা জার্মানির বিপক্ষে। ফিফা র‌্যাঙ্কিং বলছে, দুই দলের অবস্থানে খুব বেশি পার্থক্য নেই। জার্মানি ১১ নম্বরে। জাপান ২৪ নম্বরে। গতকাল বিশ্বকাপে দুই দলের লড়াইটাও ছিল শেয়ানে শেয়ানে। কেউ কারও চেয়ে কম নয়। বল পজিশন এবং পাসিংয়ে জার্মানি অনেক এগিয়ে থাকলেও সামুরাইদের বীরত্বের সামনে এসবই অর্থহীন হয়ে পড়ে। আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ের ঘটনার পর জার্মানির বিপক্ষে জাপানের জয় এশিয়ানদের মধ্যে দারুণ এক উত্তেজনা এনে দিয়েছে। বিশ্বকাপে এশিয়ান দল মানেই পরাজয়ের দিন যেন শেষ হওয়ার ইঙ্গিত। গতকাল খলিফ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাপানের সমর্থক ছিল অনেক। তবে তাদের চেয়েও বেশি ছিল এশিয়ার অন্য দেশের সমর্থক। তারাও গতকাল জাপানকে সমর্থন দিয়েছেন।

গতকাল ম্যাচে বল পজিশন, পাসিং এবং আক্রমণে অনেক এগিয়ে জার্মানি। কিন্তু ফুটবল শেষ পর্যন্ত গোলেরই খেলা। জার্মানির সব কৌশল ভেস্তে দিল সামুরাই ব্লুখ্যাত জাপান। ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ করে গেলেও জাপানি ডিফেন্স লাইন ভাঙতে পারেনি জার্মানরা। গোলবারের সামনে জাপানি গোলরক্ষক গোন্ডা ছিলেন দুরন্ত। পাখির মতোই উড়াল দিয়ে তিনি অন্তত চারটা নিশ্চিত গোল বাঁচিয়েছেন। ম্যাচের ৩৩ মিনিটে ইকে গুন্ডোগানের পেনাল্টি গোলে জার্মানরা এগিয়ে গেলে অনেকেই তাদের জয় দেখতে পেয়েছিলেন। তবে জাপান দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৭৫ মিনিটে রিতসু ডোয়ানের গোলে সমতায় ফেরে তারা। ৮৩ মিনিটে গোল করে জাপানকে জয় উপহার দেন তাকুমা আসানো। প্রথমার্ধে এগিয়ে থাকার পর বিশ্বকাপে জার্মানির পরাজয়ের ঘটনা দীর্ঘদিন পর ঘটল। এর আগে সর্বশেষ ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থেকেও হেরেছিল জার্মানরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর