শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাত থেকে বিএনপির জমায়েত, বাধা নেই

কুমিল্লার সমাবেশ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। এ উপলক্ষে দুই দিন আগেই নেতা-কর্মীরা কুমিল্লায় অবস্থান নিয়েছেন। গতকাল সকাল থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতা-কর্মীরা। আগের রাতেই সমাবেশস্থল কুমিল্লার টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেখানে নেই তিল ধারণের ঠাঁই। সমাবেশস্থল থেকে আধা কিলোমিটার দূরে ঈদগাহে, দেড় কিলোমিটার দূরে আদালতের পাশের সড়কে নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। সমাবেশে আসার পথে পুলিশি বাধা বা আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার কোনো খবর পাওয়া যায়নি। কোনো ধরনের পরিবহন ধর্মঘটের খবরও পাওয়া যায়নি। যদিও এই গণসমাবেশকে কেন্দ্র করে সরকারি দলের চিহ্নিত সন্ত্রাসীরা ১০-১২ দিন ধরে নারকীয় তান্ডব চালাচ্ছে বলে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল অভিযোগ করেছেন।

দেখা যায়, মাঠ পূর্ণ হয়ে যাওয়ায় বিকাল থেকেই আর কোনো মিছিল টাউন হলে ঢুকতে পারছে না। কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন কর্মীরা। ওপরে সাদা কাপড় টানিয়ে ঘাসের ওপর শুয়ে নেতা-কর্মীরা বিশ্রাম নিচ্ছিলেন। কুমিল্লার নাঙ্গলকোট থেকে আসা যুবদল নেতা শাহাবুদ্দিন ও রিপন বলেন, খাবার কিনে খেতে কষ্ট হয়। আমরা পরিবর্তন চাই। লাকসামের ফখরুল ইসলাম বলেন, মানুষের মধ্যে জোয়ার সৃষ্টি হয়েছে। মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী বলেন, অনেকে ধারণা করছেন সমাবেশে ৫ লাখ মানুষ হবে। আমি মনে করি এ সংখ্যা আরও বেশি হবে। বিকালেই টাউন হল ও তার আশপাশে হাঁটার জায়গা নেই। বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও গণসমাবেশের প্রধান সমন্বয়ক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, এটা হবে মহাসমুদ্র। আমরা কয়েক শ মাইক প্রস্তুত রেখেছি। সমাবেশের মূলমঞ্চ টাউন হল। নেতা-কর্মীরা থাকবেন আশপাশের পাঁচ-ছয় কিলোমিটার এলাকায়। কান্দিরপাড় থেকে শাসনগাছা, টামছমব্রিজ, রানীরবাজার, ফৌজদারি মোড় ও চকবাজার পর্যন্ত ব্যাপ্তি হবে গণসমাবেশের। তবে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, এই গণসমাবেশকে কেন্দ্র করে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে ভীতি প্রদর্শন করা হচ্ছে। ২১ নভেম্বর মধ্য রাতে লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। লিফলেট বিতরণ করায় চাঁদপুর বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিমের বাড়িসহ বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশি ও ভীতি প্রদর্শন করা হয়েছে। ২৩ নভেম্বর হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ঘরে ঘরে তল্লাশি ও গণগ্রেফতার করা হয়েছে। মাঠ ও ঈদগাহে জুমার নামাজ :  কুমিল্লা টাউন হল মাঠ ও কুমিল্লা ঈদগাহে গতকাল জুমার নামাজ আদায় করেন বিএনপি নেতা-কর্মীরা। টাউন হল মাঠের জামাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। মাঠের একপাশে নামাজ আদায় করেন সাবেক মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।

সর্বশেষ খবর