করোনা মহামারি-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আগামী বছর (২০২৩) বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। এ কারণে ভবিষ্যতে বাংলাদেশ যাতে অর্থনৈতিক সংকটে না পড়ে, সেজন্য সংশ্লিষ্টদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পরিস্থিতি যা-ই হোক না কেন, খাদ্যের আপৎকালীন মজুদে হাত দেওয়া যাবে না। সংকট মোকাবিলায় দেশের আপৎকালীন মজুদ অক্ষুণ্ন রাখতে হবে। কোনোভাবেই যেন সরকারি গুদামে মজুদের পরিমাণ ১৫ লাখ মেট্রিক টনের কম না হয়। বর্তমানে দেশে ১৬ লাখ টন খাদ্য মজুদ রয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নির্দেশনা দেন। এতে সভায় খাদ্য সচিব ছাড়া অধিকাংশ সচিবই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, বিদ্যুৎ সচিব, আইন সচিব, জননিরাপত্তা সচিব, ভূমি সচিব, কৃষি সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা সচিবসহ মোট ১৭ জন সচিব নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন বিষয়ে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও রয়েছে- দেশের খাদ্য নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। সংকট যেন না হয়, এজন্য আমদানি ও উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি আবাদযোগ্য জমি পতিত রাখা যাবে না। ওএমএস, টিসিবির ট্রাক সেল, ভিজিডিসহ খাদ্যবান্ধব কর্মসূচি চলমান রাখতে হবে। এতে সাধারণ মানুষের উপকার হচ্ছে। খাদ্য সচিব ইসমাইল হোসেন বিদেশে থাকায় বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর সামনে দেশের খাদ্য মজুদ ও উৎপাদন পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকের প্রধান আলোচ্যসূচিতে থাকা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয় মনোযোগ দিয়ে শোনেন সরকারপ্রধান। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২৩ সালে কঠিন সময় যাবে। আন্তর্জাতিকভাবে এটা বলা হয়েছে। চীন ও রাশিয়ায় উৎপাদন কমেছে। এজন্য সংকট আসবে। আমরা এখনই যে বিপদে পড়েছি তা কিন্তু না। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমার আগাম ব্যবস্থাটা নিতে হবে যেন ভবিষ্যতে কোনো বিপদে দেশ না পড়ে বা দেশের মানুষ না পড়ে। আমাদের সেই সতর্কতাটা একান্তভাবে দরকার এবং সেই সতর্কবার্তাটাই কিন্তু আমরা দিচ্ছি। আমাদের তিন মাসের খাদ্য কেনার মতো রিজার্ভ থাকলেই যথেষ্ট। সেখানে আমাদের পাঁচ-ছয় মাসের হিসাব আছে। তার পরও এখন যা অবস্থা, তাতে আমাদের একটু সাশ্রয়ী হতে হবে, আরেকটু সচেতন হতে হবে। সরকারি গুদামে আপৎকালীন মজুদ ১৫ লাখের কম রাখা যাবে না। প্রয়োজনে উৎপাদন ও আমদানি বাড়াতে হবে। খাদ্য, সার ও জ্বালানিকে গুরুত্ব দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। খাদ্য উৎপাদন বাড়াতে দেশের সব পতিত জমি ব্যবহারের নির্দেশ দেন তিনি। উৎপাদন বাড়লে আমদানি কমবে বলে জানানো হয় বৈঠকে। এ সময় কৃষি সচিব সায়েদুল ইসলাম দেশের খাদ্য ও কৃষি পণ্যের উৎপাদন পরিস্থিতি তুলে ধরেন বৈঠকে। তিনি কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারের জোগান নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন। পাশাপাশি দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন ও বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান। ভূমির ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল নামজারির বিষয়ের অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন ভূমি সচিব মোস্তাফিজুর রহমান। ভূমিসংক্রান্ত বিষয়ে বক্তব্য দেন আইন সচিব গোলাম সারওয়ার। একইভাবে জঙ্গিবাদ, মিয়ানমার সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরেন দুর্যোগ সচিব কামরুল হাসান। এ ছাড়া প্রয়োজনীয়তার নিরিখে প্রকল্প গ্রহণ ও উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারি সেবা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ডিজিটালাইজেশন, প্রশাসনের সুশাসন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা কথা বলেন। সচিব সভার বিষয়ে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোগ্যপণ্য, ফল এসব ক্ষেত্রে খরচ কমাতে বলেছেন। প্রয়োজন ছাড়া প্রকল্প করা যাবে না। বিদেশি সাহায্য বা ঋণের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে বা হবে, সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে বলা হয়েছে। নিজেদের খরচের প্রকল্পে নিরুৎসাহ করা হয়েছে বৈঠকে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে চতুর্থ শিল্পবিপ্লবের ১০ প্রযুক্তি কাজে লাগিয়ে কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। রেমিট্যান্স বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। জঙ্গি বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। তারা যেন কারও সহায়তা ও অর্থ না পায়, এ নিয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, সুশাসনের জন্য জনগণের ও রাষ্ট্রের চাহিদার সমন্বয় করে কাজ করতে হবে। স্মার্ট গভর্ন্যান্সের দিকে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। সিটিজেন চার্টার, এনআইএস, তথ্য অধিকার আইন যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়, সেসব বিষয়ে জোর দেওয়া হয়েছে। জ্বালানি সংকট আছে। ব্রুনাই থেকে আগামী বছর সিএনজি পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আত্মবিশ্বাসী থাকতে হবে, সেভাবে মানুষকে সঙ্গে নিজে কাজ করতে হবে। উন্নত দেশগুলোর রিজার্ভের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, যুদ্ধের কারণে দু-একটি দেশ হয়তো খুব লাভবান, কিন্তু বেশির ভাগ দেশ একেবারে লোকসানে পড়েছে। যারা উন্নত দেশ তারাও কিন্তু হিমশিম খাচ্ছে। সেদিকে লক্ষ রেখেই আমাদের এখন ব্যয় সীমিত করা দরকার, সাশ্রয়ী হওয়া দরকার। এ সময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিচার করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সব পরিকল্পনা বা প্রকল্প বাছাই করতে হবে। বেছে নিয়ে এবং কোনগুলো দ্রুত শেষ করা যায়, আমরা সেগুলো আগে শেষ করে নতুনটি যাতে ধরতে পারি সে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে বিদেশি অর্থে প্রকল্প বাস্তবায়নে আরও সতর্ক হতে হবে। মাদক-জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একটি ঘটনা ঘটেছিল হোলি আর্টিজানে। আমরা কয়েক ঘণ্টার মধ্যে সেটি নিয়ন্ত্রণ করি। তার পর থেকে আর বাংলাদেশে এরকম কোনো দুর্যোগ দেখা দেয়নি। তার পরও বাংলাদেশের ওপর অনেকেরই নানারকম প্রভাব আছে। আমাদের এসব বিষয়ে সবসময় সজাগ থাকতে হবে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। মাদক-জঙ্গিবাদ থেকে আমাদের যুবসমাজ যেন দূরে থাকে, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া একান্তভাবে দরকার। জঙ্গিরা যেন কোনোভাবেই কারও কোনো শেল্টার (আশ্রয়) বা সহায়তা কিংবা কোনো আর্থিক সুবিধা নিতে না পারে, সেদিকে দৃষ্টি রাখার জন্য সচিবদের নির্দেশনা দেওয়া হয়। ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে টাকা সরিয়ে নেওয়ার আলোচনার পরিপ্রেক্ষিতে দেশের ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
সচিব সভায় খাদ্য নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী
ছোঁয়া যাবে না আপৎকালীন মজুদ
চলবে ওএমএস টিসিবি ভিজিডি ♦ আবাদযোগ্য জমি পতিত নয় ♦ কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই ♦ এ বি সি ক্যাটাগরি মেনে প্রকল্প বাস্তবায়ন ♦ বিদেশি ঋণের প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সতর্কতা ♦ ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ ♦ রেমিট্যান্স বৃদ্ধি ও সুশাসনে জোর
উবায়দুল্লাহ বাদল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর