সৌদি আরব ও জাপানের পর চমক দেখাল মরক্কো। আফ্রিকান দেশটি ২-০ গোলে হারিয়েছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট বেলজিয়ামকে। অন্যদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল জাপান। তাদের সমর্থকরা ধরেই নিয়েছিলেন, কোস্টারিকার বিপক্ষে জিতেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত করে নেবে জাপান। কিন্তু উল্টোটাই ঘটল। গতকাল আহমেদ বিন আলি স্টেডিয়ামে জাপানকে হারিয়ে দিল কোস্টারিকা (১-০)। এই ম্যাচের ফল জার্মানদের জন্য সুখবরই দিল। নকআউট পর্বে যাওয়ার পথ আরও সহজ হলো জার্মানির! জাপান গতকাল জিতলেই নকআউট পর্বের পথ অনেকটা সহজ হয়ে যেত। বলা যায় প্রায় নিশ্চিত হয়ে যেত। সেক্ষেত্রে জার্মানি আর মাত্র একটা পয়েন্ট হারালেই জাপান খেলত শেষ ষোলোতে। কিন্তু গতকালের পরাজয় তাদেরকে কোণঠাসা করে দিল। সামনের ম্যাচ স্পেনের বিপক্ষে। সেই ম্যাচে অন্তত ড্র করতে ব্যর্থ হলেই বিদায়ের পথ দেখতে হতে পারে জাপানের। গতকাল ম্যাচটা খেলল জাপান, জিতল কোস্টারিকা। ম্যাচজুড়ে বেশিরভাগ সময়ই বল দখলে রাখে জাপান (৫৭ ভাগ)। পাসিং এবং নিখুঁত পাসিংয়ের দিক দিয়েও তারাই ছিল সেরা। আক্রমণের সংখ্যায় অনেক এগিয়ে। কোস্টারিকার গোলমুখে ১৩ বার সাঁড়াশি আক্রমণ চালিয়েছে জাপান। এর মধ্যে তিনবার আক্রমণ ছিল অন টার্গেটে। বিপরীত দিকে চারবার আক্রমণ করেছে কোস্টারিকা। অন টার্গেটে শট নিয়েছে একবার। ওই একটাই গোল হয়েছে। ম্যাচের ৮১ মিনিটে কোস্টারিকার পক্ষে গোলটা করেন কেইসের ফুলার। এরপর গোলমুখে দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন জাপানের জুনিয়া ইতো। ড্র করার সুযোগটাও হারায় জাপান। এদিকে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মরক্কো ২-০ গোলে ফিফা র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা বেলজিয়ামকে হারিয়েছে। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর সার্বিই দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে রাখেন। ৯২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবু খান। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকল মরক্কো।
শিরোনাম
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
বেলজিয়াম বধে মরক্কোর চমক
ক্রীড়া প্রতিবেদক, কাতার থেকে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর