ব্যাংককে চিকিৎসা শেষে গতকাল দুপুরে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ঢাকায় ফিরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত সাংবাদিকদের জানালেন, দলের সবার সঙ্গে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটাবেন। তিনি বলেন, আমি নিশ্চিত, সব ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধভাবে শিগগিরই রাজনৈতিক কর্মসূচিতে ফিরতে পারব, ইনশা আল্লাহ। বিরোধীদলীয় নেতাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, গোলাম মসীহ্, শফিকুল ইসলাম সেন্টু, নাসরিন জাহান রত্না এমপি, অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রমুখ। রওশন এরশাদ আরও বলেন, আগেও বলেছি, এখনো বলছি, আমি সব সময়ই জাতীয় পার্টির ঐক্য চাই। আমি দেখেছি, গত ৩২ বছরে জাতীয় পার্টির নেতা-কর্মীরা কতটা কঠোর পরিশ্রম করেছেন। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সঙ্গে জোটের প্রশ্নই আসে না। বিএনপির আমলে ঢাকাসহ বিভিন্ন স্থানে অনেক জনসভায় হামলা চালিয়ে আমাদের কত শত নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। সেই অন্ধকার দিনগুলো আমরা ভুলব কী করে? বিএনপির অধীনে জাতীয় পার্টি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং আমি ও আমার নাবালক সন্তানসহ দলের হাজার হাজার নেতা-কর্মী জেল খেটেছেন। তখন আমাদের জনসভাও করতে দেওয়া হয়নি। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, রংপুর জাতীয় পার্টির প্রাণ। এটা এরশাদের বাড়ি। তাই আসনটি যে কোনো মূল্যে ধরে রাখতে হবে এবং জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচনে জয়ী হবে এমন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেব, ইনশা আল্লাহ। এ জন্য সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউক্রেনের যুদ্ধ গুরুতর অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করেছে উল্লেখ করে দেশে এর প্রভাব ও চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সরকারকে সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন সংসদের বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তবে দুর্নীতি, অর্থনীতিতে অব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির মতো কিছু ত্রুটি রয়েছে। রওশন এরশাদ জানান, তিনি এখন সুস্থ আছেন। কিন্তু তাঁর পায়ে কিছু সমস্যা আছে এবং ফিজিওথেরাপি নিতে হচ্ছে। ব্যাংককে চিকিৎসার সময় সহযোগিতা এবং স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। রওশন এরশাদের সঙ্গে ছিলেন তাঁর মুখপাত্র কাজী মামুনুর রশীদ, পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা সাদ। তিনি রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে উঠেছেন।
শিরোনাম
- বাগেরহাটে ভারতীয় নাগরিককে এনআইডি দেওয়ার অভিযোগ, দুদকের মামলা
- রাতের আঁধারে কুপিয়ে জখম, আরো একজন মারা গেছেন
- ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী
- পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
- পাকিস্তানে হামলা: কাশ্মীর নিয়ে নতুন করে কঠিন চাপে ভারত
- ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
- কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কেন মধ্যপ্রাচ্য দিয়ে বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প?
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা
- সৌদি আরবের সাথে ‘১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি’ হচ্ছে যুক্তরাষ্ট্রের
- পুশইন করা ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, ৩ ভারতীয়কে আদালতে প্রেরণ
- নাগরপুরে ইউপি চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার
- রাজশাহী নার্সিং কলেজে দু’পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
- ভারতের সাথে সংঘর্ষে ১১ সেনাসহ ৫১ জন নিহত : পাকিস্তান সেনাবাহিনী
- মাদারীপুরে হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
- ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে না রোহিত-কোহলিকে
- ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০