দুর্ভাগ্য দক্ষিণ কোরিয়ার। গোটা ম্যাচে বলের নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের পায়ে। আক্রমণের পর আক্রমণ শানিয়ে ঘানার রক্ষণভাগকে নাভিশ্বাস করে তুলেছিলেন কোরিয়ান ফুটবলাররা। কিন্তু ভাগ্য সহায়তা করেননি। ফলে শেষ হাসি হেসেছে ঘানা। জয়োৎসব করতে করতে মাঠ ছেড়েছে। কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের শ্বাসরুদ্ধকর ম্যাচে আফ্রিকান প্রতিনিধি ঘানা ৩-২ গোলে ম্যাচ জিতেছে। এই জয়ে শেষ ১৬-এর আশা টিকে রয়েছে ঘানার। হারে কোরিয়ার আশা ফিকে হয়ে গেছে।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ঘানা ২-৩ গোলে হেরেছিল পর্তুগালের কাছে। কোরিয়া গোলশূন্য ড্র করেছিল উরুগুয়ের সঙ্গে। গতকাল দুই দল খেলতে নামে প্রথম জয়ের সন্ধানে। এশিয়ান পরাশক্তিরা আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল করে ঘানা। ২৪ মিনিটে ঘানাকে এগিয়ে নেন সালিসু (১-০)। ১০ মিনিট পর ম্যাচের দ্বিতীয় গোল করে ঘানা (২-০)। ৩৪ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন কুদুস। এই দুই গোলের ব্যবধানেই প্রথমার্ধ পার করে আফ্রিকান প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে কোরিয়া নব উদ্যমে খেলতে নামে। বলের নিয়ন্ত্রণ পুরোটা নিজেদের করে নেয়। ৫৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ভেসে আসা বলে চো চুয়েক দুর্দান্ত এক হেডে ব্যবধান ১-২ করেন। গতিশীল ফুটবল খেলে তিন মিনিট পর সমতা আনে কোরিয়া (২-২)। গোলের নায়ক চো চুয়েক। এবারও চোখা ধাঁধানো গোল করেন। বাঁ প্রান্ত থেকে উড়ে আসা বলে পেছন থেকে উড়ে এসে দুরন্ত এক হেডে গোল করেন। সমতায় আসার পর ম্যাচে একচেটিয়া খেলতে থাকে কোরিয়া। আক্রমণের পর আক্রমণ করতে থাকে। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো খেলার বিপরীতে ৬১ মিনিটে জয়সূচক গোলটি করেন কুদুস। তার ওই গোলেই ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ঘানা।