বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মঞ্চে হঠাৎ রেগে গেলেন মমতা

দীপক দেবনাথ, কলকাতা

মঞ্চে হঠাৎ রেগে গেলেন মমতা

গরিব মানুষের মধ্যে গতকাল শীতবস্ত্র বিতরণের কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। অনুষ্ঠান মঞ্চে এসে দেখেন সেই কাপড় নেই। রেগে আগুন হলেন মমতা।

উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদীকে তিরস্কার করে বললেন ‘তোমার কাছ থেকে এটা আশা করিনি’।

জানানো হয়, কাপড়গুলো বিডিও (ব্লক ডেভেলপমেন্ট অফিসে)। ব্যস্। বক্তৃতা না দিয়ে মঞ্চে বসে পড়লেন মমতা, বললেন ‘যতক্ষণ না শীতবস্ত্র আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মঞ্চে বসে থাকব’ এবং বসেই থাকলেন শীতবস্ত্র না আসা পর্যন্ত।

গতকাল দুপুরে হিঙ্গলগঞ্জের শমসেরনগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। সেখানেই ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো ওই শীতবস্ত্র আগে থেকেই জেলা শাসকের দফতরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এদিনের অনুষ্ঠান থেকে মমতা শীতের পোশাক চাইতেই মঞ্চে উপস্থিত সরকারি কর্মকর্তারা একে অপরের দিকে তাকান। মমতা বলেন, ‘প্রায় ৬০০ কোটি রুপির প্রকল্প দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। শুধু তাই নয়, আমি আজ আসব বলে ১৫ হাজার শীতবস্ত্র কিনে এনেছি। ৫ হাজার সোয়েটার, ৫ হাজার কম্বল এবং ৫ হাজার চাদর। এটা যেন মানুষ ঠিকমতো পায়। এ ব্যাপারে আমি নিজেও নজর রাখব।’

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সামনে এসে দাঁড়ান মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। তারা সবাই মুখ্যমন্ত্রীর মান ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু মুখ্যমন্ত্রীও নাছোড়বান্দা। অবশেষে ১৭ মিনিট পর বিডিও অফিস থেকে কাপড়গুলো এলো। সরকারি আমলাদের উদ্দেশে মমতা বলেন, ‘তোমরা যদি কাপড় বিতরণের ছোট্ট একটি অনুষ্ঠানও ঠিকঠাক করে না করতে পারো সে ক্ষেত্রে তোমাদের আমার কোনো প্রয়োজন নেই। যদি ডিএম, বিডিও, থানার কর্মকর্তারা ঠিকমতো কাজ না করেন তবে আমি বলতে বাধ্য হচ্ছি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

সর্বশেষ খবর