কুমিল্লার নাঙ্গলকোট-মনোহরগঞ্জের সীমান্ত এলাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে গেল সিএনজি। এ সময় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। তাদের খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী। গতকাল সকাল সোয়া ১০টার দিকে নোয়াখালী-লাকসাম রেলপথের দক্ষিণ খিলা তুগুরিয়া এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবুল হোসেন জানান, দুর্ঘটনাস্থলটি জেলার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার সীমান্তবর্তী এলাকায়। দুর্ঘটনাস্থলটি নাঙ্গলকোট উপজেলার অংশে পড়েছে। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৬৫), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), খিলা ইউনিয়নের ভরণীখন্ড গ্রামের আবদুুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) এবং অটোরিকশা চালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)। এ ঘটনায় আহত ওই যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী রমজান আলী বলেন, ‘সিএনজি যখন রেললাইনে ওঠে আমি তখন জমির পাশে ছিলাম। ওখান থেকে সরাসরি দেখা যায় রেল ক্রসিং। দেখলাম ট্রেনটা এসেই সিএনজিকে একটা ধাক্কা দিল। তখন কিছু একটা সিএনজি থেকে ছিটক পড়ে। এখন বুঝলাম ওইটা একটা মানুষ ছিল। ধাক্কা দিয়ে সিএনজিকে ট্রেনটা সামনে টেনে নিয়ে যায়। এটা দেখে ভয়ে চিল্লান দিছিলাম। কিছুক্ষণ পর দেখি সিএনজিটা রেললাইনের পাশে পড়ে আছে।’ রেলওয়ে পুলিশের কর্মকর্তা আবুল হোসেন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা লাকসামগামী ‘নোয়াখালী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে।
শিরোনাম
- বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
- ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়