বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গাড়ি চালিয়ে সেই সেতু পার হলেন পুতিন

প্রতিদিন ডেস্ক

গাড়ি চালিয়ে সেই সেতু পার হলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি মার্সিডিজ গাড়ি চালিয়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী কের্চ  সেতু পার হয়েছেন। গত অক্টোবরে বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এটি পরিদর্শন করেন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে পুতিনকে মার্সিডিজ গাড়িটির চালকের আসনে দেখা গেছে। এ সময় রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন পুতিনের সঙ্গে ছিলেন। খুশনুলিনের কাছ থেকে এর   মেরামত কাজের খোঁজ-খবর নেন। গাড়ি চালিয়ে  সেতুটি পার হওয়ার সময় পুতিন বলেন, আমরা ডান দিক দিয়ে গাড়ি চালাচ্ছি। যা বুঝলাম সেতুটির বাম পাশে কাজ হচ্ছে। এটা সম্পূর্ণ হওয়া দরকার। এখনো একটু কাজ বাকি আছে। তবে এটিকে আদর্শ অবস্থায় নিয়ে আসতে হবে। পুতিন সেতুর ক্ষতিগ্রস্ত অংশ দেখার জন্য কিছুটা পথ হেঁটেছেন, সেখানে এখনো দৃশ্যমান ঝলসে গেছে বিস্ফোরণের দাগ। পুতিনের ৭০তম জন্মদিনের পরদিন ৮ অক্টোবর  ভোরে সেতুটিতে বোমা হামলা চালানো হয়েছিল। বিস্ফোরণে সেতুটির সড়ক পাশের একটি অংশ ধসে পড়ে।

সর্বশেষ খবর