রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বাতিস্তুতার পাশে মেসি

ক্রীড়া প্রতিবেদক

বাতিস্তুতার পাশে মেসি

পোল্যান্ডের বিপক্ষে যদি পেনাল্টি মিস না করতেন, তাহলে চলতি বিশ্বকাপে লিওনেল মেসির গোল সংখ্যা হতো ৫টি। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোল হতো ১১টি। পেছনে ফেলতেন আর্জেন্টিনার আরেক তারকা স্ট্রাইকার ‘বাতিগোল’ খ্যাত গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালের তিন বিশ্বকাপে বাতিস্তুতা খেলেছেন ১২ ম্যাচ। গোল করেছেন ১০টি। লিওনেল মেসি খেলছে ২০০৬ সাল থেকে। আজেন্টিনার হয়ে সর্বাধিক ৫টি বিশ্বকাপ খেলেছেন মেসি। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজের ২৪ নম্বর ম্যাচ খেলেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়ী ম্যাচে দ্বিতীয় গোলটি করেছেন মেসি। বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ২৪ ম্যাচে ১০। বিশ্বকাপে এখনো বাকি ২ ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল। যদি সেমিফাইনালে হেরে যায়, তাহলে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন। সেক্ষেত্রে বাতিগোলকে পেছনে ফেলে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার হওয়ার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে মেসিকে। আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল মেসি ও বাতিস্তুতার। আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার গোল ২১ ম্যাচে ৮টি। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি গোল করেছেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল জার্মানির মিরোস্লাভ ক্লোসার। ২৪ ম্যাচে তার গোল সংখ্যা ১৬টি। ব্রাজিলের রোনালদো নাজারিওর গোল ১৯ ম্যাচে ১৫টি। জার্মানির আরেক কিংবদন্তির স্ট্রাইকার গার্ড মুলারের গোল ১৩ ম্যাচে ১৪টি। পেলে গোল করেছেন ১৪ ম্যাচে ১২টি তবে সবচেয়ে গোল করার রেকর্ড ফ্রান্সের জ্যা ফন্টেইনের, ৬ ম্যাচে ১৩।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর