রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
নয়াপল্টন পুলিশের নিয়ন্ত্রণে

নিরাপত্তা জোরদার খালেদা জিয়ার বাসার সামনে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশের মধ্যেও নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সড়কে বসানো হয়েছে ব্যারিকেড, চলছে না কোনো যানবাহন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনের সড়কে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকাল সকাল থেকেই গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের বাসা ফিরোজার সামনের সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ বলছে, ‘নাশকতার আশঙ্কা’ থেকেই তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বাড়িয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার গতকাল দুপুরে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের বলেন, ‘এভাবে সব সময় থাকবে না। তিন দিন আগে যেহেতু একটা ঘটনা ঘটেছে। আজ সমাবেশের পরই আমরা সিদ্ধান্ত নেব যে চলাচলের রাস্তা ও দোকানপাট খুলে দেওয়া যায় কি না। এটা এক সময় উন্মুক্ত হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। কারণ আমাদের কিছু ইন্টেলিজেন্স আছে এখানে যে কোনো ধরনের নাশকতা হতে পারে। যদিও আমরা আশা করছি সেটা হবে না।’ তিনি বলেন, ‘শর্ত সাপেক্ষে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার দায়িত্ব বিএনপির। নিরাপত্তা বিধানে শুধু পুলিশের পক্ষ থেকে ৩৪ হাজার জনবল মোতায়েন করা হয়েছে। এর বাইরে র‌্যাব-আনসারও রয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ করে ফিরে যাবেন তারা।’ গতকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, ‘সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসার কাছাকাছি স্থানে অতিরিক্ত সাদা পোশাকের পুলিশও অবস্থান করছে।’

তিনি বলেন, ৩ ডিসেম্বর বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সড়কের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছিল।

সমাবেশে হেলিকপ্টার টহল : র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের গতকাল বলেন, রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে র‌্যাবের প্রতিটি সদস্য কাজ করছেন। বিএনপির গণসমাবেশস্থলসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছে র‌্যাবের হেলিকপ্টার। বেলা ১১টা থেকে একটি হেলিকপ্টার টহল শুরু করে। নিরাপত্তার অংশ হিসেবেই এ টহল চালানো হচ্ছে। হেলিকপ্টারে থাকা সদস্যরা নিচে থাকা সদস্যদের বার্তা পাঠাচ্ছেন। এতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

সর্বশেষ খবর