বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অন্যরকম এক সেমিফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

অন্যরকম এক সেমিফাইনাল

কাতার বিশ্বকাপে অঘটন ঘটেছে অনেক। সৌদি আরব হারিয়েছে আর্জেন্টিনাকে, দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে হারিয়েছে জাপান। কোরিয়া হারিয়েছে পর্তুগালকে। ক্যামেরুন হারিয়েছে ব্রাজিলকে। অস্ট্রেলিয়া হারিয়েছে ডেনমার্ককে। সৌদি আরব, জাপান, কোরিয়া, ডেনমার্ক, ক্যামেরুন- দলগুলো আন্ডারডগ হিসেবে খেলতে এসেছিল কাতারে। মরক্কোও খেলতে আসে আন্ডারডগ হিসেবে। সেমিফাইনাল পর্যন্ত কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম মরক্কো। আফ্রিকান দেশটি এবার নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ খেলছে। আগের পাঁচ আসরে নজর কাড়ার মতো পারফরম্যান্স ছিল না। কিন্তু এবার? চমকে দেওয়া পারফরম্যান্স। বিশ্বকাপের বড় বড় দলগুলোর সঙ্গে সমানে সমান লড়াই করেছে। কোয়ার্টার ফাইনালে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে এবং কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে। আফ্রিকার প্রথম দল হিসেবে বিরল রেকর্ড দেখানো দলটি এখনো অপরাজিত। ইয়াসির বনু এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা গোলরক্ষকদের একজন। আশরাফ হাকিমি দুর্দান্ত ডিফেন্ডার। জাকারিয়া আবুখাল, সোফিয়ান বাউফল, ইউসিফ এন নাসিরি দুর্দান্ত স্ট্রাইকার। অবশ্য দলটির ২৫ ফুটবলারের ১৪ জনের জন্ম অন্য দেশে। গোলরক্ষক বনুর জন্ম কানাডার মন্ট্রিলে, হাকিমির স্পেনে।

মরক্কো গ্রুপ পর্বে পেছনে ফেলেছে দুই ফুটবল পরাশক্তি ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়ামকে ২-০ গোলে, কানাডাকে ২-০ গোলে পরাস্ত করে এবং গোলশূন্য ড্র করে ক্রোয়েশিয়ার সঙ্গে। সুপার সিক্সটিনে স্পেনের সমানতালে ১২০ মিনিট লড়াই করে। ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে টানা তিন শট ঠেকিয়ে বীরে পরিণত হন গোলরক্ষক বুনো। এরপর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারানোর নায়ক এন নাসিরি গোলটি করেন ৪২ মিনিটে। ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো ফাইনাল খেলতে মরক্কোকে বাজিমাত করতে হবে। হারাতে হবে ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর