বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিরোধের মধ্যে জি এম কাদের আপাতত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলা আগামী ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। দলটির এক নেতার মামলার পর এই নির্দেশ দিলেন সর্বোচ্চ আদালত। গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা তার দলের চেয়ারম্যানের ক্ষমতা চ্যালেঞ্জ  করে আদালতে মামলা করেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সেনা শাসক হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ দলের কাউন্সিল ঘোষণার পর তার অনুসারী মৃধাকে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয় জি এম কাদেরের সিদ্ধান্তে। জাতীয় পার্টিতে চেয়ারম্যানের ক্ষমতা নিরঙ্কুশ। মৃধাকে দল থেকে বের করে দেওয়ার তিন দিন আগে বহিষ্কার করা হয় রওশনপন্থি আরেক নেতা মসিউর রহমান রাঙ্গাকে। তবে পরে রওশন কাউন্সিল করার সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর আগে গত ৫ মার্চ গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সবুর শিকদার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আজিজকে বহিষ্কার করা হয়। নিজের বহিষ্কারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ না করে মৃধা চ্যালেঞ্জ করেন জি এম কাদেরের চেয়ারম্যান হওয়ার সিদ্ধান্তকেই। তিনি গত ৪ অক্টোবর জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। মামলায় বলা হয়, প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মারা যান। হাই কোর্ট বিভাগে একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জি এম কাদের জাল-জালিয়াতির মাধ্যমে ওই বছর ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে অস্থায়ী আদেশ দেন। এর বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন জি এম কাদের। তার আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট বিচারিক আদালতের আদেশ স্থগিত করেন। হাই কোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন জিয়াউল হক মৃধা।

সর্বশেষ খবর