বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

যারা তরুণদের আকৃষ্ট করতে পারবে তারাই ভোট পাবে

আকতারুজ্জামান

যারা তরুণদের আকৃষ্ট করতে পারবে তারাই ভোট পাবে

ড. এম সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা বড় ফ্যাক্টর। ভোট যদি ঠিকমতো হয় তবে যারা তরুণ ভোটারদের আকর্ষণ করতে পারবে তারাই এদের ভোট পাবে। কিন্তু তরুণদের আকৃষ্ট করতে রাজনীতিতে যে আকর্ষণ বা পরিবর্তন প্রয়োজন তা আমরা দেখছি না। কোনো দলের মধ্যেই এটি দেখা যাচ্ছে না। সে ক্ষেত্রে এ তরুণরা আদৌ ভোটে আকৃষ্ট হবে কি না সেটি ভাবার বিষয়।’ গতকাল               বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, ভোট যদি ঠিকমতো না হয়, যে ধারায় ভোট চলছে সে ধারাতেই যদি নির্বাচন হয়, তাহলে তরুণ ভোটারই কী আর বয়স্ক ভোটারই বা কী- সব একই সূত্রে গাঁথা থাকবে। এ নির্বাচন বিশ্লেষক প্রশ্ন রেখে বলেন, গত দুই জাতীয় সংসদ নির্বাচনে মানুষ কি স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে? মানুষ কি স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে? নির্বাচন কি হচ্ছে এখন? তিনি বলেন, ‘ভোটের পরিবেশ যদি না থাকে তাহলে তো মানুষ ভোট দিতে যাবে না। এ পরিবেশের জন্য রাজনৈতিক দলগুলো দায়ী, নির্বাচন কমিশনও দায়ী। গুম, গ্রেফতার, মারামারি ইত্যাদি দেখে মনে হচ্ছে এগুলো কমার কোনো লক্ষণ নেই। আমরা পুরনো ধারার রাজনীতি দেখছি। সুস্থ ধারার কোনো রাজনীতি দেখছি না। একে অপরের বিরুদ্ধে কটূক্তি, গালাগালি, মারপিট- এসবই দেখছি। তরুণ ভোটারদের আকর্ষণ করতে কোনো কর্মসূচি দেখিনি। এমনকি তাদের জীবন-জীবিকা, কর্মসংস্থান ইত্যাদি নিয়েও কোনো কথা শুনিনি। তরুণদের আকর্ষণ করার মতো নেতৃত্বও নেই এখন। হাতেগোনা যে দু-চারজন রয়েছেন তাদের রাজনীতির স্পেস দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে দেশের তরুণ ভোটারদের আকর্ষণ করার মতো আমি কিছুই দেখছি না।’

সর্বশেষ খবর