রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রেকর্ড স্পর্শের দিন মেসি-এমবাপ্পের

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ড স্পর্শের দিন মেসি-এমবাপ্পের

কিলিয়ান এমবাপ্পে

লিওলেন মেসি ও কিলিয়ান এমবাপ্পের আজ লক্ষ্য একটাই বিশ্ব জয়। তবে দুই ফুটবলারের আবার রেকর্ড গড়ার দিনই বলা যায়। দিয়েগো ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করতে পারেন মেসি। ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা দুবার বিশ্বকাপে ফাইনাল খেলেছে। ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন ও ১৯৯০ সালে রানার্সআপ হয় আর্জেন্টিনা। মেসির নেতৃত্বেও দেশটি দুবার ফাইনাল খেলছে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে রানার্সআপ হয় আর্জেন্টিনা। আজ জিতলেই ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করে ফেলবেন মেসি।

অন্যদিকে ফ্রান্সের এমবাপ্পেও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের রেকর্ড স্পর্শ করতে পারেন। পেলে ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুবার ফাইনাল খেলে ব্রাজিলকে দুবারই ট্রফি জেতান। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফাইনাল খেলেন এমবাপ্পে। দেশকে উপহার দেন শিরোপা। আজ ফরাসিরা চ্যাম্পিয়ন হলেই পেলের রেকর্ড স্পর্শ করবেন ফ্রান্সের এ তারকা ফুটবলার। পেলে যেমন কখনো ব্রাজিলের অধিনায়ক ছিলেন না তেমনি এমবাপ্পেও নেতৃত্বের দায়িত্ব পাননি।

সর্বশেষ খবর