রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অভিষেকেই সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

অভিষেকেই সেঞ্চুরি

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যদি ইনজুরিতে না পড়তেন, তাহলে চট্টগ্রাম টেস্টে জাকির হাসানের খেলার কোনো সুযোগই ছিল না। ওয়ানডে অধিনায়ক নেই বলে টিম ম্যানেজমেন্ট নাজমুল হোসেনের সঙ্গে আরেক ওপেনার হিসেবে সুযোগ দেন জাকিরকে। সুযোগ পেয়েই বাজিমাত করেন বাঁ হাতি তরুণ। অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে টেস্ট ক্রিকেটের রেকর্ডবুকে নিজের নাম চিরস্থায়ী করেছেন। ১৪৫ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে অভিষেকেই সেঞ্চুরির রেকর্ড রয়েছে। জাকিরের আগে বাংলাদেশের আরও তিন ক্রিকেটারের অভিষেক টেস্টে সেঞ্চুরি রয়েছে। ২০০০ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের অভিষেক টেস্টে আমিনুল ইসলাম ১৪৫ রানোর ইনিংস খেলেছিলেন ভারতের বিপক্ষে। ২০০১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে ১১৪ রান করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৩ রান করেছিলেন। গতকাল ৫১৩ রানের টার্গেট খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান। টেস্ট জিততে আজ পঞ্চম দিন আরও ২৪১ রান করতে হবে। গতকাল দ্বিতীয় ইনিংসে ১০০ রানের ইনিংস খেলেন জাকির। প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ২০ রান। ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টেস্ট খেলতে নামে চট্টগ্রামে। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪০৪ রান। জবাবে সাকিব বাহিনী ১৫০ রান করে প্রথম ইনিংসে। ২৫৪ রানে এগিয়েও ফলোঅন করায়নি টাইগারদের। দ্বিতীয় ইনিংসে শুভম গিল ও চেতেশ্বর পুজারার জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ৫১৩ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ দিন শেষ করে ১০২ ওভারে ৬ উইকেটে ২৭২ রান। দুই ওপেনার নাজমুল শান্ত ও জাকির ১২৪ রান যোগ করেন। জাকির ১০০ রানের ইনিংস খেলেন ২২৪ বলে ১৩ চার ও এক ছক্কায়। নাজমুল শান্ত ৬৭ রান করেন।              

সংক্ষিপ্ত  স্কোর : ভারত : প্রথম ইনিংস, ৪০৪ ও দ্বিতীয় ইনিংস : ২৫৮/২ (ডি.)

বাংলাদেশ : প্রথম ইনিংস, ১৫০ ও দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ৫১৩, আগের দিন ৪২/০) ১০২ ওভারে ২৭২/৬ (নাজমুল শান্ত ৬৭, জাকির হোসেন ১০০, ইয়াসির আলি ৫, লিটন দাস ১৯, মুশফিকুর রহিম ২৩, সাকিব আল হাসান ৪০*, নুরুল সোহান ৩, মেহেদী হাসান মিরাজ ৯*। সিরাজ ১৫-৩-৪৬-০, উমেশ ১৫-৩-২৭-১, অশ্বিন ২৭-৩-৭৫-১, আকসার ২৭-১০-৫০-৩, কুলদিপ ১৮-২-৬৯-১)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর