তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে খুব বেশি আগ্রহ থাকে না দলগুলোর। আগ্রহ নেই ফুটবলপ্রেমীদেরও। অথচ ফিফা বিশ্বকাপের প্রথম আসর থেকেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আয়োজন করে চলেছে। মরক্কো এই প্রথম সেমিফাইনাল খেলেছে। এই প্রথম তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়ল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবার নিয়ে দ্বিতীয়বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে সেমিফাইনালে উঠেছিল ইউরোপীয় দলটি। সেবার তৃতীয় হয়েছিল নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে রানার্স আপ হয় ক্রোটরা। এবারও ফাইনাল খেলার লড়াইয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় ৩-০ গোলে। গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আফ্রিকান প্রতিনিধি মরক্কোর মুখোমুখি হয়। ২-১ গোলে জিতে তৃতীয় হয়েছে। গোল ৩টি প্রথমার্ধেই হয়েছে। ম্যাচের ৭ মিনিটে ক্রোয়েশিয়াকে দারুণ এক গোলে এগিয়ে নেন ভারদিওল। ৯ মিনিটে দুর্দান্ত হেডে সমতা আনেন মরক্কোর দারি। ৪২ মিনিটে ব্যবধান ২-১ করেন ক্রোয়েশিয়ার ওরাসিক। এ ম্যাচ দিয়ে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ বিশ্বকাপে ইতি টানলেন। কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলেছে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর পাড়ের দেশটি। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে পেছনে ফেলে সবার ওপরে থেকে সুপার সিক্সটিনে খেলেছে মরক্কো। দুই দলের ম্যাচটি ড্র ছিল। গ্রুপ পর্বে মরক্কো ২-০ গোলে হারিয়েছিল বেলজিয়ামকে। ২-১ গোলে হারিয়েছিল কানাডাকে। সুপার সিক্সটিনে মরক্কো টাইব্রেকারে হারায় ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে। কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে। সেমিফাইনালে হেরে যায় ফ্রান্সের কাছে। ক্রোয়েশিয়া গ্রুপ পর্ব থেকে সুপার সিক্সটিনে ওঠে মরক্কোর পেছনে থেকে। সুপার সিক্সটিনে জাপানকে হারায় টাইব্রেকারে। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকেও হারায় টাইব্রেকারে। সেমিফাইনালে হেরে যায় আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার