রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি ঢাকায় ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর পালন করবে বিএনপি। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঢাকায় ৩০ ডিসেম্বর হলেও সারা দেশের জেলা ও মহানগরে যথারীতি ২৪ ডিসেম্বর হবে এ গণমিছিল। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেওয়া হলে আপনারা যাবেন কি না- এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, যদি আওয়ামী লীগ তাদের সম্মেলনে যাওয়ার জন্য বিএনপিকে দাওয়াত দেয়, তাহলে আলোচনা করে যে সিদ্ধান্ত আসবে সেটাই হবে। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘যেহেতু বিএনপি সংঘাত চায় না, শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায়; এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ তারিখে তাদের কাউন্সিলের কারণে আমাদের কর্মসূচি পরিবর্তনের প্রত্যাশা করেছেন। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করতে চাই। তাই ২৪ ডিসেম্বরের কর্মসূচি আমরা পুনর্বিন্যাস করেছি। তবে ঢাকা ছাড়া সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিলের যে কর্মসূচি আছে, তা অব্যাহত থাকবে। আর ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ তারিখে গণমিছিল করব।’

‘৩০ ডিসেম্বর’কে গণমিছিলের জন্য নির্ধারণ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই লড়াইয়ে জনগণকে ৩০ ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ ২০১৮ সালের এই তারিখে দিনের ভোট রাতে করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি, ৩০ ডিসেম্বরই ঢাকা মহানগরীতে আমাদের গণতন্ত্রের লড়াই এগিয়ে নিতে গণমিছিল করব। এ ছাড়া অন্য কোনো দলের রাজনৈতিক কর্মসূচি বিঘিœত হোক এমন কিছু বিএনপি কখনো চায় না।’

৩০ ডিসেম্বর গণমিছিলের ঘোষণা গণতন্ত্র মঞ্চ ও ১১ দলের : ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বলে ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ ও ২০-দলীয় জোটের শরিক ১১ দল। গতকাল পৃথক কর্মসূচির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

গণতন্ত্র মঞ্চ : সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সাত দলের রাজনৈতিক মোর্চাটি ৩০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ আর গণমিছিল করবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান প্রমুখ। বাবলু বলেন, ‘৩০ ডিসেম্বর ওই কালো দিনের প্রতি ঘৃণা প্রদর্শন করে এবং দেশব্যাপী যে মামলা, গ্রেফতার, নির্যাতন শুরু হয়েছে এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের কর্মসূচি ঘোষণা করছি। আমরা এর আগে বেগম জিয়ার মুক্তির কথা বলেছি। সাম্প্রতিক সময়ে বিএনপির দুজন নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি দাবি ও সরকারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে সেদিন গণমিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।’

২০-দলীয় জোটভুক্ত ১১ দল : যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটভুক্ত ১১টি দল গণমিছিল কর্মসূচি পালন করবে। গতকাল এক বিবৃতিতে ১১ দলের নেতারা এ কথা জানান। বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপি-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম।

সর্বশেষ খবর