শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নতুন বিশ্বব্যবস্থা গড়তে একজোট হওয়া চাই

নয়াদিল্লি প্রতিনিধি

নতুন বিশ্বব্যবস্থা গড়তে একজোট হওয়া চাই

নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ গোলার্ধের দেশগুলোকে নতুন বিশ্ব প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ‘দক্ষিণ বিশ্বের আওয়াজ’ নামক দুই দিনের শীর্ষ সম্মেলনে বক্তৃতা করছিলেন। ভারত এই প্রথম এ রকম সম্মেলনের আয়োজন করল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ সম্মেলনে যোগ দেন। তিনি এই গুরুত্বপূর্ণ শিখর সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনের আগে দক্ষিণ গোলার্ধের দেশগুলোর শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়। ১২০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়। তার মধ্যে ১৫টি রাষ্ট্রের প্রধানরা গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘বিগত বছর আমরা সবাই সংকটের মধ্যে কাটিয়েছি। ইউক্রেন যুদ্ধ, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, করোনা মহামারি, সন্ত্রাসবাদ প্রভৃতি। এখনো এ সংকট চলছে। জানি না কত দিন এভাবে চলবে।’ এ কারণে ভারতে যখন জি২০ সম্মেলন হবে তখন দক্ষিণ গোলার্ধের সম্মিলিত আওয়াজ তোলার জন্যই এ সম্মেলন। সামগ্রিক উন্নয়নের ফসল যাতে সুষমভাবে উন্নয়নশীল রাষ্ট্রগুলো পায় সেজন্য আওয়াজ তুলতে হবে। ভারতের প্রধানমন্ত্রী জাতিসংঘের বর্তমান ব্যবস্থা পরিবর্তনের দাবি তোলেন। তাঁর মতে, আট দশক ধরে পুরনো ব্যবস্থা অচল হয়ে গেছে। মোদি বলেন, ‘বিশ্বের তিন চতুর্থাংশ মানব জাতি দক্ষিণ বিশ্বে বসবাস করে। আগামী দিনে ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ গড়ে তোলার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। তিনি এও বলেন, ‘ভারত সব সময়ই উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে কাজ করে। আমাদের অতীত অভিজ্ঞতা আমরা বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রে অংশীদারি দিয়ে থাকি। মহামারির সময় ভারত ১০০ দেশে করোনার ভ্যাকসিন সরবরাহ করেছে।’ ভারত চায় সব অমীমাংসিত বিষয় শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান হোক।। প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান ও মর্যাদা দেওয়া প্রয়োজন। মোদি বলেন, এ লক্ষ্যে পরিবর্তিত বিশ্ব গড়ে তুলতে দক্ষিণ বিশ্বের একযোগে কাজ করা উচিত।

 

সর্বশেষ খবর