শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই। সাংবাদিকদের কাছে এমনই বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই। প্রধানমন্ত্রী আলাপ-আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।’ 

জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে বলে শোনা যাচ্ছে, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো সমঝোতা নয়। যেহেতু জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে বিচারাধীন। সেহেতু ভিন্ন কোনো উদ্যোগ নেওয়া যুক্তিসঙ্গত নয় বলে আমরা মনে করি। আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। স্বতঃপ্রণোদিত হয়ে এ ধরনের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। জামায়াতকে নিয়েই বিএনপির যুগপৎ আন্দোলন। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তা সবাই জানেন। জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকাই দুষ্কর। নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি যেখানে গিয়ে পৌঁছেছে, তাদের বড় সমাবেশ, বড় মিছিল করতে হলে জামায়াতকে দরকার। জামায়াতের একটি সমর্থক-কর্মী গোষ্ঠীর ব্যাংক আছে। কাজেই সমাবেশ বড় করতে হলে, মিছিলে লোক বেশি আনতে হলে জামায়াত ছাড়া তাদের (বিএনপি) চলবে না।

সর্বশেষ খবর