শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সরকারের পতন কাছে চলে এসেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতন যখন স্পষ্ট হয়, পতন যখন দেখতে পায় তখন নানা ধরনের অসংলগ্ন কথাবার্তা অনেক বেড়ে যায়। পতন কাছে চলে আসায় সরকারি দলের নেতারা উল্টা-পাল্টা কথা বলছেন। তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই চারদিকে হামলা-মামলা করছে। কিন্তু নির্যাতন-নিপীড়ন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না।

গতকাল বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১১ জানুয়ারি দেশের সব বিভাগীয় সদরে দলটির ডাকা গণঅবস্থান কর্মসূচিতে হামলার বিষয়ে গণমাধ্যমকে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি অভিযোগ করে বলেন, ১১ জানুয়ারি বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ ও সরকারি দলের লোকজন। ফরিদপুর ও ময়মনসিংহে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর উল্টো নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেফতার না করে পুলিশ বিএনপির  শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ, শরিফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর