মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অ্যালকোহল পান

দুই আওয়ামী লীগ নেতাসহ মৃত্যু চারজনের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭) ও জহির রায়হান জজ (৫৮) এবং হোমিও চিকিৎসক গোবিন্দ চন্দ্র বিশ্বাস (৪৫) মারা যান। এর আগে রবিবার রাতে শাহজাহান মিয়া (৫২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়। এ ছাড়াও এ ঘটনায় ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছেন কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব। গিয়াস উদ্দিন গিয়াস ও জহির রায়হান জজ উপজেলার বড়খারচর গ্রামের বাসিন্দা এবং তারা দুজন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গোবিন্দ চন্দ্র বিশ্বাস ভাটি দোয়ারিয়া এলাকার বাসিন্দা এবং তিনি হোমিও চিকিৎসক। অটোরিকশাচালক শাহজাহান মিয়ার বাড়ি বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের চিনিয়ারচর গ্রামে।

কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া জানান, এলকোহলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জেনেছেন তিনি। তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছেন কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব। এ ছাড়াও এ ঘটনায় ৮ থেকে ১০ জন অসুস্থ রয়েছেন। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা জানান, এলকোহলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ময়নাতদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

সর্বশেষ খবর