বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পর্যবেক্ষণে ইভিএমের ধীরগতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পর্যবেক্ষণে ইভিএমের ধীরগতি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ ধীরগতি কেন হচ্ছে তা আমরা পর্যবেক্ষণ করছি। আমি কুমিল্লায় ১৫ থেকে ২০টি কেন্দ্রে মক ভোটিংয়ে দেখেছি। এতে সর্বনিম্ন ৩০ সেকেন্ড ও সর্বোচ্চ ৫১ সেকেন্ড লাগে ভোট দিতে। আমরা যদি ইভিএমে ভোট প্রদান বিষয়টি ভালভাবে ভোটাদের বোঝাতে পারি, তবে ধীরগতি থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোট প্রদান নিশ্চিতে ইভিএম মেশিনে ১০ আঙুলের ছাপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। গতকাল দুপুরে রংপুর সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সংশোধন কর্তৃপক্ষের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সর্বশেষ খবর