শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার

মাদারীপুর প্রতিনিধি

মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার

শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার ২০০৯ সাল থেকে দারিদ্র্যের হার ৪০% থেকে ২১%-এ নামিয়ে আনতে সক্ষম হয়েছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২০৪১ সালের মধ্যে সমাজের পিছিয়েপড়া অংশ, নারী ও শিশুসহ সব মানুষের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। গতকাল মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। ড. শিরীন শারমিন আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পরে মাদারীপুর থেকে পায়রা বন্দর পর্যন্ত উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। এই উন্নয়নের অগ্রযাত্রা একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ এবং মোবাইলফোনের মাধ্যমে শিক্ষাভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে দারিদ্র্যবিমোচনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে। নারীদের সার্বিক উন্নয়নে সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। এ সময় উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, শাজাহান খান এমপি, তাহমিনা সিদ্দিকী এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম। পরে স্পিকার মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে বাণিজ্যমেলা ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর