রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সাত দিন খোঁজ ছিল না

সাংবাদিকের লাশ পড়ে ছিল ঘরে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে ঘরে পড়ে ছিল সাংবাদিক বিপ্লব জামানের (৬৫) অর্ধগলিত লাশ। গতকাল বিকালে পল্লবীর সাংবাদিক কলোনিতে একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাসার বারান্দায় উপুড় হয়ে মরে পড়ে ছিলেন এই সাংবাদিক। বিপ্লব জামান ইংরেজি দৈনিক ফাইনেন্সিয়াল এক্সপ্রেসের সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন।

জানা যায়, পল্লবীর বিজয় সাংবাদিক প্লটের ৭ নম্বর সড়কের যে বাসায় বিপ্লব জামান ছিলেন, সেটির মালিক সাংবাদিক রফিকুল ইসলাম। রফিকুল ইসলামও ফাইনেন্সিয়াল এক্সপ্রেসে চাকরি করতেন। বয়স হওয়ায় তিনি অবসরে গেছেন। বিপ্লব জামান ৭ দিন ধরে অফিসে যাচ্ছিলেন না। তাই তাকে না পেয়ে অফিস থেকে রফিকুল ইসলামকে গতকাল বিকালে কল করা হয়। রফিকুল ইসলাম তখন বিপ্লব জামানের কক্ষটি বন্ধ অবস্থায় পান। পরে পুলিশকে জানালে বাসার দরজা ভেঙে ঘরের বারান্দায় উপুড় হওয়া অবস্থায় বিপ্লব জামানের লাশ উদ্ধার করা হয়। বিপ্লব জামানের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ ঘটেছে। দুই মেয়ে, এক ছেলের জনক তিনি। দুই মেয়ের মধ্যে একজন সিলেট মেডিকেল কলেজে, আরেকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং ছেলে কলেজে পড়াশোনা করেন। তারা কলেজ-বিশ্ববিদ্যালয় এলাকায় আলাদা থাকতেন। বিপ্লব জামান ওই বাসায় একাই থাকতেন। মাঝেমধ্যে সন্তানরা এসে তার সঙ্গে দেখা করতেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল হালিম জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল। তার বাসার আসবাবপত্র, জামা-কাপড়, টাকা-পয়সা সব অক্ষত ছিল। কোনো কিছু খোয়া কিংবা চুরি হয়নি। ধারণা করা হচ্ছে, ৫-৬ দিন আগে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরেছে, পোকা ধরেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

সর্বশেষ খবর