সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিজিএমইএর সংবাদ সম্মেলন

গ্যাসের মূল্যবৃদ্ধির ভার বহনের সক্ষমতা শিল্প খাতের নেই

নিজস্ব প্রতিবেদক

শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, শিল্পে গ্যাসের দাম ১৪ থেকে ১৭৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। গ্যাসের এই দর নিয়ে আমরা চিন্তিত। এটা নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলব। বর্তমান প্রেক্ষাপটে ব্যয় বৃদ্ধির এই ভার বহনের সক্ষমতা শিল্প খাতের নেই। গ্যাসের মূল্য সমন্বয়ে তিনি গ্যাস আমদানির ওপর ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে বলেন, গ্যাস সঞ্চালনে সিস্টেম লস কমিয়ে আনুন, অবৈধ সংযোগগুলো বন্ধ করে গ্যাসের মূল্য সমন্বয় করুন। শিল্পের জন্য গ্যাস ও বিদ্যুতের যৌক্তিক মূল্য নির্ধারণ করুন। সেই সঙ্গে শিল্পে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন। তিনি বলেন, পাশাপাশি এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি কন্ট্রাক্টের বিষয়ে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। ফারুক হাসান গতকাল দুপুরে বিজিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক অফিসে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ ও মতামত জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি শহীদুল্লাহ আজিম, রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, মো. হাসান (কাজি) ও এম এহসানুল হক।

সর্বশেষ খবর