মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাজধানীর সড়কে গেল আরও দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। পিকআপের ধাক্কায় হাজারীবাগে মৃত্যু হয়েছে এক নারীর। এ ছাড়া পল্লবীতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী মারা গেছে।

গতকাল বেলা ১১টায় হাজারীবাগের বেড়িবাঁধে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নূরজাহান বেগম (৩২) নামে ওই নারীর মৃত্যু হয়েছে। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। ওই নারী ধানমন্ডির একটি অফিসে চাকরি করতেন। নূরজাহানের স্বামী তারাজুল ইসলাম রাজুর বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। তারা হাজারীবাগ সালাম সরদার রোড এলাকায় থাকতেন। দুই সন্তানের জননী নূরজাহান। হাজারীবাগ থানার ওসি এ কে সাইদুল হক জানান, বেড়িবাঁধ দিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন নূরজাহান বেগম। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মারা যান তিনি। তার স্বামী সামান্য আহত হয়েছেন। পিকআপ ভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে পল্লবীতে দুই বাইকের সংঘর্ষে খোকন মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, রবিবার রাতে বাইকারটেকের বাসিন্দা খোকন বাইক চালিয়ে যাচ্ছিলেন। তিনি পল্লবীর সিরামিক রোড এলাকায় পৌঁছলে অপর একটি বাইকের সঙ্গে খোকনের বাইকের সংঘর্ষ হয়। এতে খোকন মারা যান। তিনি ইট-বালুর ব্যবসা করতেন। এ ঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। আহতরা আগারগাঁয়ে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য খোকনের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর