শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভাত ও ভোটের জন্য লড়াই

নিজস্ব প্রতিবেদক

ভাত ও ভোটের জন্য লড়াই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সরকার উন্নয়নের মহাসড়কে দেশকে নিয়ে গেছে বলে বক্তব্য দিলেও সত্য হলো এখনো মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এখনো মানুষ ক্ষুধা সইতে না পেরে সপরিবারে আত্মহত্যা করার ঘটনা আমাদের বিবেক নাড়িয়ে দেয়। স্বাধীনতার ৫২ বছরেও মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন নয়। ভাত ও ভোটের জন্য মানুষ এখনো লড়াই করছে।

গতকাল রাজধানীর কাজী বশির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনে ২০২৩-২৪ সেশনের জন্য মুহাম্মদ ইমতিয়াজ আলমকে সভাপতি এবং ডা. মুহাম্মদ শহিদুল ইসলামকে সেক্রেটারি করে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। পীর চরমোনাই বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। চিকিৎসাবঞ্চিত মানুষ অসহায়। কৃষকরা পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণ করছে। দলীয় লোকজন বাজার নিয়ন্ত্রণ করায় সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হচ্ছে সরকার।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, এএনএম জিয়াউল হক মজুমদার, কাজী আবুল খায়ের, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, লুৎফুর রহমান শেখ, শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ। ১৩ দফা ঘোষণাপত্র পাঠ করেন মুহাম্মদ আবদুল আউয়াল মজুমদার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর