শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুরে জোড়া খুনের ঘটনায় এলাকা থমথমে পুলিশ মোতায়েন

দিনাজপুর প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের ঘটনায় দিনাজপুরের  ঘোড়াঘাট পৌর শহরের চুনিয়াপাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। চাঞ্চল্যকর হত্যা মামলায় এ পর্যন্ত চারজন গ্রেফতার হয়েছেন। এবং একজন পলাতক রয়েছেন। জোড়া খুনের জেরে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দুজনের জানাজা শেষে উত্তেজিত মানুষ চুনিয়াপাড়ার প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ও বাড়ির সামনের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় এবং বাড়িঘর ভাঙচুর করে। পাশাপাশি ২৮-৩০টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনে। হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের বাবা হায়দার আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে  ঘোড়াঘাট থানায় মামলা করেছেন। পুলিশ আসামি উমর আলী, স্ত্রী  মোমেতা বেগম এবং ছেলে সামিরুল ইসলামকে গ্রেফতার করেছে। অপর আসামি উমর আলীর বড় ছেলে মনিরুল ইসলাম পলাতক রয়েছেন। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, কয়েকটি বাড়িতে বৃহস্পতিবার বিকালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বৃহস্পতিবার রাত ১০টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, হত্যাকান্ড কেন্দ্র করে ফের অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত চারজন গ্রেফতার ও একজন পলাতক রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর