শিরোনাম
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচারে চিহ্নিত গোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচারে চিহ্নিত গোষ্ঠী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবইয়ে যেসব ভুলত্রুটি রয়েছে তা সংশোধন করা হচ্ছে। কিন্তু যে বিষয় বইয়ে নেই, যে কথা বইতে বলা হয়নি, যে ছবি বইতে ছাপা হয়নি তা মিথ্যাচার করে, ফটোশপ করে এডিট করে বইয়ের অংশ বলে একটি শ্রেণি অপপ্রচার চালাচ্ছে। এটি একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে কিন্তু তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বাংলাদেশের শিক্ষাক্রমের বইগুলো পড়ানো হয় না। তারাই ব্যাপকভাবে এ বইগুলো নিয়ে অপপ্রচারে নেমেছে। গতকাল আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শুলিনী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক অতুল খোসলা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অন্যরা সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

সর্বশেষ খবর