বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কানাডায় ট্র্যাজেডি

♦ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত ♦ কুমার বিশ্বজিতের আহত ছেলে হাসপাতালে

প্রতিদিন ডেস্ক

কানাডায় ট্র্যাজেডি

কানাডায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। টরন্টোর স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সূত্র : সিবিসি নিউজ। টরন্টো পুলিশ জানিয়েছে, টরন্টো নগরীর মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য টরন্টোতে বসবাস করছিলেন। দুর্ঘটনায় এক নারী এবং ২০ বছর বয়সী এক তরুণ ও ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছেন। আহত চালক ২১ বছর বয়সী তরুণ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার আগে নিবিড় কুমার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রতগতিতে চলছিল। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে ওঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। পরে গাড়িটি হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহী মারা যান।

কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় আহত হয়ে হাসপাতালে

টরন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর আগুন নেভাতে ও আটকা পড়াদের উদ্ধার করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সেখানকার প্যারামেডিকরা নিশ্চিত করেছে, ঘটনাস্থলে দুজনকে মৃত ঘোষণা করা হয় এবং আরও দুজনকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে মারা যান আরও একজন। অপরজন কুমার বিশ্বজিতের ছেলের অবস্থাও গুরুতর। পারিবারিক সূত্র জানায়, খবর পাওয়ার পর কুমার বিশ্বজিৎ কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর