শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মাঠে ফসল ফলানো লজ্জার নয়, গৌরবের : প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

মাঠে ফসল ফলানো লজ্জার নয়, গৌরবের : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যুবসমাজকে কৃষিকাজে আরও সম্পৃক্ত করা দরকার। মাঠে কাজ করা বা ফসল ফলানো অত্যন্ত গৌরবের, লজ্জার বিষয় নয়।

গতকাল গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক ছেলেমেয়ে লেখাপড়া শিখে মাঠে যেতে চায় না। এমনকি বাবা কৃষক সেটা বলতেও লজ্জা পেত। আজকে কিন্তু সেই লজ্জাটা আর নেই। সে লজ্জাটা আমরা ভেঙে দিয়েছি। করোনাকালে যখন আমাদের কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছিল না, ধান কাটতে আমি যখন আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে সহযোগী সংগঠনের সব ছেলেমেয়েকে নির্দেশ দিলাম ‘তোমরা মাঠে যাও, ধান কাটো কৃষকের পাশে’। তারা কিন্তু ধান কেটেছে। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘ব্রি-র ৫০ বছরের গর্ব ও সাফল্য’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে, প্রধানমন্ত্রী ব্রি’তে আগমন করে সেখানে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। তিনি ব্রি’র সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে দেন। কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জিন বালি, গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার স্টেভেন ওয়েব অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর