বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আবারও মেসিই সেরা

ক্রীড়া ডেস্ক

আবারও মেসিই সেরা

আবারও মেসির হাতে ফিফা দ্য বেস্টের ট্রফি। সোমবার গভীর রাতে প্যারিসে মেসির হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার। ২০১৯ সালের পর আবারও সেরা ফুটবলারের এই ট্রফি হাতে নিলেন লিওনেল মেসি। বিভিন্ন নামে দেওয়া ফিফার বর্ষসেরা পুরস্কার মোট সাতবার জয় করলেন এ আর্জেন্টাইন কিংবদন্তি।

লিওনেল মেসি ট্রফি হাতে নিয়ে বলেন, ‘ওয়াও! অকল্পনীয়। দুর্দান্ত একটি বছর কাটিয়েছি। এখানে থাকতে পারা এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, তা অবশেষে পূরণ করতে পেরেছি। খুব কম মানুষই এটা পূরণ করতে পারে। স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’ তিনি আরও বলেন, ‘সবশেষ এই সুন্দর মুহূর্তটির জন্য অপেক্ষা করে থাকা পরিবার এবং আর্জেন্টিনার মানুষদের ধন্যবাদ জানাতেই চাই। এই স্মৃতি আজীবন মনে থাকবে আমার।’ লিওনেল মেসি প্রথমবার ফিফার সেরা হন ২০০৯ সালে। সেবার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দি ইয়ার নামের পুরস্কারটি জেতেন মেসি। পরের ছয় বছর ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ আর ফিফা মিলে দেয় ফিফা ব্যালন ডি’অর। এই পুরস্কারটি মেসি জেতেন ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে। এরপর পুরস্কারের নাম ‘ফিফা দি বেস্ট’ রাখে ফিফা। এই পুরস্কার ২০১৯ সালের পর এবারও জিতলেন মেসি। প্রথম ফুটবলার হিসেবে তিনটি দশকে এই পুরস্কার জয়ের কীর্তি কেবল আর্জেন্টাইন তারকারই। মেসির হাতেই ফিফা দি বেস্টের ট্রফি দেখে রেখেছিলেন প্রায় সবাই। গত নভেম্বর-ডিসেম্বরে অসাধারণ পারফর্ম করে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন তিনি। বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছেন। গোল করেছেন। গোল করিয়েছেন। মেসির ফুটবল নৈপুণ্যেই আশা পূরণ হয়েছে আর্জেন্টিনার। তাছাড়া পিএসজির জার্সিতে এবারের মৌসুমেও দারুণ খেলছেন তিনি। সবমিলিয়ে মেসিই ছিলেন ফেবারিট। তার সঙ্গে লড়াইয়ে থাকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা শেষ লড়াইয়ে টিকতে পারেননি। মেসি ৫২ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন। এমবাপ্পে পেয়েছেন ৪৪ পয়েন্ট। করিম বেনজেমা পেয়েছেন ৩৪ পয়েন্ট। ফিফার বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। সেরা কোচ হয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আলেক্সিয়া পুতেয়াস।

 

ফিফার বর্ষসেরা মেসি

ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দি ইয়ার : ২০০৯

ফিফা ব্যালন ডি’অর : ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫

ফিফা দি বেস্ট : ২০১৯ ও ২০২২

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর