মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
ট্রেন ও গাড়ি সংঘর্ষ

সিগন্যাল অমান্যে গেল তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর এয়ারপোর্ট রোডে তেলবাহী ট্রেনের সঙ্গে হিউম্যান হলারের সংঘর্ষে রেলওয়ের এক পয়েন্টম্যানসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ইপিজেড থানাধীন এয়ারপোর্ট রোডের মেঘনা অয়েলের অদূরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ইপিজেড থানার ওসি আবদুল করিম জানান, তেলবাহী ট্রেন যাওয়ার সময় যাত্রীবাহী হিউম্যান হলারটি সজোরে আঘাত করে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করে বলে জানান স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক। নিহতরা হলেন- রেলের পয়েন্টসম্যান আজিজুল হক (৩০), যাত্রী আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আতিক জানান, ওই স্থানে রেলের এক কর্মী সিগন্যাল দিলেও তা অমান্য করে হিউম্যান হলারটি এগিয়ে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটায়। ওই ক্রসিংয়ে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচল করে না। শুধু তেলের ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনই ধীরগতিতে চলে। সেখানে কোনো গেইট নেই, ট্রেন যাওয়ার সময় রেলকর্মীর ইশারায় গাড়ি থামানো হয়।

সর্বশেষ খবর