টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে দরকার ১৩ বলে মাত্র ৩ রান। চোখ বন্ধ করে একবার ভাবুন তো! বাংলাদেশের টি-২০ ক্রিকেট ইতিহাসে কতটা স্বপ্নের ছবি এটি! জশ বাটলারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে স্বপ্নের জয় তুলে নিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমন ছবিই আঁকা ছিল ক্যানভাসে! স্টেডিয়ামের সবুজ ঘাসের ক্যানভাসে সেই ছবিটা এঁকেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের ১৮ নম্বর ওভারের শেষ বলে ক্রিস জর্ডানের অফ স্ট্যাম্পের বাইরের বলটিকে কাট শটে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানা ছাড়া করে ইতিহাস লেখেন টাইগার অধিনায়ক। সাকিবের ওই বাউন্ডারিতেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় লেখা হয়। স্বপ্নের এই জয়ে ৩ ম্যাচ টি-২০ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। সিরিজের বাকি দুটি ম্যাচ ১২ ও ১৪ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। গতকালের জয়টি বাংলাদেশের ১৪৫তম টি-২০ ম্যাচে ৫০ নম্বর। জহুর আহমেদ স্টেডিয়াম বিশ্বচ্যাম্পিয়ন বধের নায়ক কে? হাসান মাহমুদ, না নাজমুল হোসেন শান্ত? নাকি সাকিব আল হাসানের নেতৃত্বে গোটা দল? ডেথ ওভারে চোখ ধাঁধানো বোলিং করেছেন হাসান মাহমুদ। টার্গেট তাড়ায় সুনামী গতিতে ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগে জশ বাটলারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ‘কমপ্লিট প্যাকেজ’ ক্রিকেট খেলেছে সাকিব বাহিনী। দুরন্ত, অসাধারণ এবং নজরকাড়া ক্রিকেট খেলে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে উৎসব উচ্ছ্বাসে মেতেছে টাইগররা। কিন্তু বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়টিতে নিঃসন্দেহেই দেশের টি-২০ ক্রিকেট ইতিহাসে সেরা জয়গুলোর একটি বলাই যায়! দেশের পঞ্চ পাণ্ডবের একমাত্র সদস্য সাকিব গতকাল খেলেছেন। মাশরাফি বিন মর্তুজা খেলছেন না। টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল, মাহমুদ্ল্লুাহ রিয়াদ। সুযোগ পাননি মুশফিকুর রহিম। সিনিয়র ক্রিকেটারদের বাইরে রেখে একঝাঁক তরুণ নিয়ে খেলতে নামেন সাকিব। গতকাল অভিষেক হয় তৌহিদ হৃদয়ের। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাটলার বাহিনী ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে। অধিনায়ক বাটলার ও ওপেনার ফিল সল্ট ১০ ওভারে ৮০ রানের ভিত দেন। ৬ ওভারের পাওয়ার প্লেতে রান ছিল ৫১। সল্ট ৩৫ বলে ৩৮ রান করলেও অধিনায়ক বাটলার ৬৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন ৪২ বলে ৪ চার ও ৪ ছক্কায়। শুরুর এই রানের গতি পরে কাজে লাগাতে পারেননি ইংলিশ ব্যাটাররা। আসলে ডেথ ওভারের স্বপ্নের বোলিং করেন হাসান মাহমুদ। শেষ ২ ওভারে মাত্র ৫ রানের খরচে নেন ২ উইকেট। টার্গেট ১৫৭ রান। দুই ওপেনার রনি তালুকদার ও লিটন কুমার দাস সাজঘরে ফেরেন ৪.৫ ওভারে দলীয় ৪৩ রানের মধ্যে। এরপরই জ্বলে উঠেন ম্যাচসেরা নাজমুল ও তৌহিদ। দুজনে ঝড়ো গতিতে ব্যাটিং করে ৩৯ বলে ৬৫ রান যোগ করে জয় সহজ করেন। অভিষিক্ত তৌহিদ ১৭ বলে ২ চার ও এক ছক্কায় ২৪ রান করেন। ৮ বছর পর সুযোগ পাওয়া রনি ১৪ বলে ২১ রান করেন ৪ চারে। ম্যাচসেরা নাজমুল ৫১ রান করেন মাত্র ৩০ বলে ৮ চারে। যার ৪টিই ছিল টানা উডের বলে। ১৮ টি-২০ ক্যারিয়ারে এটা তার টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। ৯ নভেম্বর অ্যাডিলেডে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৫৪ রান। দলের জয়সূচক রান তোলা সাকিব অপরাজিত থাকেন ২৪ বলে ৬ চারে ৩৪ রানে।
শিরোনাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপুটে জয়
আসিফ ইকবাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম