মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় ফের আগুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ফের আগুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তেজকুনিপাড়া বটতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে লাগা আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। ১০-১৫ জন মানুষ আহত হয়েছেন বলে জানা গেলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটসহ বিমানবাহিনীর একটি ইউনিট কাজ করে। এরপর ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, আগুনে কয়েক শ ঘর পুড়েছে। এগুলোর বেশির ভাগই টিডশেডসহ বাঁশ ও কাঠের তৈরি ঘর। ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশির ভাগ খেটে খাওয়া শ্রমিক। তাদের তিল তিল করে জমানো পরিধেয় বস্ত্রসহ ঘরের অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। গত রাতে তারা অনেকটা খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। স্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ ও ঢাকা জেলা প্রশাসন তাদের সহযোগিতা করছেন। রহমত আলী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাত ৮টার কাছাকাছি সময়ে বস্তিটিতে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুন বস্তিতে ছড়িয়ে পড়েছে। কেউ মালামাল নিয়ে বের হয়ে আসতে পারেনি। সব ঘরের মধ্যে রয়ে গেছে। যেভাবে আগুন লেগেছে, তা দেখে মনে হচ্ছে ভিতরে কয়েক শ ঘর আগুন পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে প্রায় ২ থেকে আড়াই হাজার পরিবারের বসবাস। ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের মানুষজন বস্তিটিতে থাকেন। বস্তিটিতে প্রায় কয়েক হাজার ঘর রয়েছে। এর মধ্যে আগুনে কয়েক শ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন্স লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, বস্তিটিতে আগুনের তীব্রতা অনেক ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে। ঘটনাস্থলে পানির স্বল্পতা ছিল। আগুনের তীব্রতা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বেগ পেতে হয়েছে। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর