বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জেলখানায় জোর করে সই

নিজস্ব প্রতিবেদক

জেলখানায় জোর করে সই

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জেলখানায় আটকে জোর করে সই করিয়ে নেওয়া হয়। এ সরকার তাকে চার বছর কারাগারে আটকে রেখে ছিল, কোনো অভিযোগ দাখিল করা হয়নি। তার পাসপোর্ট আটকে রাখে। জেলখানায় দুই বছরে যে কাণ্ড দেখেছি, এরা মানুষ নয়। গতকাল তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জনতার অধিকার পার্টির (পিআরপি) এক উন্মুক্ত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নিরীহদের গ্রেফতারের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান তারিকুল ইসলাম। বক্তৃতা করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

মান্না বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আমাদের একটাই লড়াই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, বাংলাদেশে দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ। এ দেশে প্রথম ব্যালট বাক্স লুট হয়েছিল আওয়ামী লীগের আমলে। প্রথম ভোটের ফলাফল পরিবর্তন করেছে আওয়ামী লীগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর