মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বুয়েটের গবেষণা

রাজধানীতে সবুজ এলাকা মাত্র ৮ ভাগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরে ২০ ভাগ সবুজ এলাকা থাকা প্রয়োজন, সেখানে আছে সাড়ে ৮ ভাগের কম। তাও এসব এলাকা সীমানাপ্রাচীরসহ নানাভাবে নিয়ন্ত্রণ করা হয়। ফলে নগরবাসী এর সুবিধা পান না। গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে গত বছর করা এক গবেষণার ফলাফল উপস্থাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। গত বছর জুলাই-অক্টোবরে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ‘ঢাকা নগরীর সবুজ এলাকা এবং এর রাজনৈতিক অর্থনীতি’ নিয়ে গবেষণাটি করে। গবেষণায় সবুজ বা উন্মুক্ত জায়গার জন্য বাণিজ্যিক কার্যক্রমকে একটি বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়। এতে বলা হয়, রাজউক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গণপূর্ত অধিদফতর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও বিএফডি ঢাকার সবুজ জায়গা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত। তবে সবুজ জায়গা হস্তান্তরের ক্ষেত্রে সিটি করপোরেশনের সঙ্গে রাজউকের বিরোধ রয়েছে। আবার সিটি করপোরেশন অনেক ক্ষেত্রে মুনাফা করার জন্য সবুজ জায়গায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের অধ্যাপক আফসানা হক ও অধ্যাপক আসিফ-উজ-জামান খান। তারা নগরের সবুজ রক্ষায় সিটি করপোরেশন, রাজউক, গণপূর্ত অধিদফতর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, বন অধিদফতর এবং স্থানীয় জনগণ ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও সমন্বিত কর্মসূচি গ্রহণের কথা বলেন।

এশিয়া প্যাসিফিকের প্রোগ্রাম ম্যানেজার (ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার) জাস্টিন গ্রিন বলেন, যুক্তরাষ্ট্রে তার বিভাগ ৭ মিলিয়ন হেক্টর গ্রাস ল্যান্ডের (বন, পার্ক, নগরের সবুজ এলাকা ইত্যাদি) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় জড়িত। বাংলাদেশে এ কাজে সম্পৃক্ত হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। উপস্থাপিত এ গবেষণা প্রকল্পের মাধ্যমে ছাত্র, গবেষক, নীতিনির্ধারকসহ কমিউনিটির ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অফিস অব ইকোনমিক গ্রোথের (ইউএসএইড বাংলাদেশ) পরিচালক মোহাম্মাদ এন খান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসীম উদ্দিন, রাজউকের প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস, রাজউকের সদস্য (পরিকল্পনা) নাসিরুদ্দিন, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার শাব্বির আহমদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ফজলে রেজা সুমন, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান (পবা) আবু নাসের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিকল্পনাবিদ মাকসুদ হাশেম, বন অধিদফতরের কনজারভেটর অব ফরেস্ট হোসাইন মোহাম্মদ নিষাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর