শিরোনাম
মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দেশি শিল্পের জন্য যৌক্তিক কর চায় এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

বিনিয়োগ, দেশি শিল্প ও সেবা এবং সিএমএসএমই খাতের জন্য শুল্ককর যৌক্তিক করার দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রণয়নের নীতিগত বিষয় নিয়ে ভার্চুয়াল মতবিনিময় সভায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ দাবি জানান। একই অনুষ্ঠানে ট্যাক্স-জিডিপির অনুপাত এবং আয় বাড়াতে ঢাকা ও চট্টগ্রামের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার পরামর্শ দেন ডিসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার। সভায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, ফিকির সভাপতি নাসের এজাজ বিজয়, বিটিএমইএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর অংশ নেন। এ ছাড়া অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ অর্থ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। জসিম উদ্দিন বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বিনিয়োগ, দেশি শিল্প ও সেবা এবং সিএমএসএমইয়ের শুল্ককর যৌক্তিক করতে হবে। ক্ষেত্রবিশেষ অব্যাহতি বা বন্ড সুবিধা দিয়ে প্রতিযোগিতামূলক ভিত্তিতে রপ্তানি বৈচিত্র্যকরণসহ দেশজ উৎপাদন অব্যাহত রাখতে হবে। নিত্যব্যবহার্য পণ্যমূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে হবে। করনীতি, কর পদ্ধতি ও ব্যবস্থাপনা আধুনিকীকরণের মাধ্যমে কর নেট বা করজল সম্প্রসারণ করতে হবে। স্বেচ্ছায় কর প্রতিপালন হার বৃদ্ধিপূর্বক রাজস্ব আনার তথ্য কর জিডিপির অনুপাত বৃদ্ধি করতে হবে। আয় ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করতে হবে। তিনি আরও বলেন, করহার কমিয়ে আয়কর ও মূসকের আওতা সম্প্রসারণ করে রাজস্বের পরিমাণ বাড়াতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আয়কর ও মূসকের আওতায় নিবন্ধনের নিমিত্ত সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ, বিভিন্ন বাণিজ্য ও পেশাজীবী সংগঠন এবং সংশ্লিষ্ট ব্যাংক, লাইসেন্স ও নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠান যৌথভাবে দায়িত্ব পালন করার বিশেষ বিধান করা। রাজস্ব আহরণ এবং রাজস্ব পলিসি কার্যক্রম পৃথক করে জাতীয় রাজস্ব বোর্ডের ট্রেড ফ্যাসিলিটেশন বিভাগ গঠন করতে হবে। আমদানিকৃত কাঁচামাল, মধ্যবর্তী কাঁচামালসহ যাবতীয় শিল্প উপকরণের ওপর আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) এবং আগাম কর (এটি) প্রত্যাহার করতে হবে।

সর্বশেষ খবর