সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মানুষের কষ্ট হলেও হাহাকার নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মানুষের কষ্ট হলেও হাহাকার নেই

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্র্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে অসচ্ছলদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছি। এতে করে রমজানে মানুষের কষ্ট হলেও হাহাকার নেই। আমরা একেবারেই যে পথে বসে গেছি, দেশ চালাতে পারছি না তা কিšুÍ না। গতকাল সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, আমাদের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও বিএনপির দরদের দেশ পাকিস্তানের ৩৫ ভাগ। আমাদের বৈশ্বিক অবস্থা জানতে হবে। ওরা যা বলে, সেটির পাশাপাশি বাংলাদেশের অবস্থানটা কি। পৃথিবীর মধ্যে আমাদের অবস্থান কোথায়। বাণিজ্যমন্ত্রী বলেন, চিলমারী নৌবন্দর অনেক গুরুত্বপূর্ণ।

এটি নিয়ে প্রধানমন্ত্রীও অনেক আন্তরিক। একনেকে নৌবন্দরের জন্য সাড়ে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা পাস হয়েছে। জমি নিয়ে জটিলতার কারণে চিলমারী নৌবন্দরের কাজে ধীরগতি এসেছিল। বর্তমানে সেটি কেটে গেছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নৌবন্দরের কাজ সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা ব্যবসা-বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছি। টিপু মুনশি বলেন, উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। স্পেনের একটি টিম স্পেন ও বাংলাদেশ যৌথ বিনিয়োগে রংপুরের বদরগঞ্জে একটি এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি করবে। তারা জমি কিনে নিজেরা ভুট্টা উৎপাদন করবে, পাশাপাশি স্থানীয় কৃষকদের মাধ্যমে চুক্তিভিত্তিক ভুট্টা উৎপাদন করাবে। টিপু মুনশি বলেন, সামনের দিনগুলো আমাদের দেশের ও উত্তরবঙ্গের জন্য বড় সুন্দর ও উজ্জ্বল। বগুড়া থেকে রংপুর হয়ে গ্যাস লাইন সৈয়দপুর পর্যন্ত চলে গেছে। আগামী ২ থেকে ৩  বছরের মধ্যে দেশের টার্গেট এলাকা হবে উত্তরবঙ্গ। রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহ, পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের মো. শাহ মাহবুবার রহমান, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমান প্রমুখ।

সর্বশেষ খবর