বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

তৃণমূল সঙ্গে আছে : ডাবলু

তৃণমূল সঙ্গে আছে : ডাবলু

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এর আগে কখনো স্থানীয় বা জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করে ফরম উত্তোলন করেননি। সবসময় তার নাম আলোচনায় থাকলেও নিজ থেকে দলের মনোনয়ন চাননি। কিন্তু এবার সিটি নির্বাচনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ডাবলু সরকারের দাবি, ‘৩৬ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের সঙ্গে আছি। দুবার মহানগরের সাধারণ সম্পাদক। দুঃসময়ে কখনো দলকে ছেড়ে যাইনি। সেই বিবেচনায় দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করেছি। এখন দল বিবেচনা করবে। দল যদি যোগ্য মনে করে, মনোনয়ন দেবে।’ তিনি বলেন, ‘এ এইচ এম খায়রুজ্জামান লিটন আগে স্থানীয় নেতা ছিলেন। তিনি মেয়র নির্বাচন করেছেন। এখন তিনি দলের প্রেসিডিয়াম সদস্য। তার এখন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। পুরো দেশের উন্নয়ন পরিকল্পনায় অংশ নেওয়ার কথা। তার রাজনীতি এখন বিস্তৃত হবে। ছোট্ট জায়গায় তাকে মানায় না। এ কারণে আমি এবার সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি।’ ডাবলু সরকার বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সবসময় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে সক্রিয় ছিলাম। নানা কর্মসূচি দিয়ে আমি সারা বছরই মাঠে থাকি। দলের তৃণমূলের কর্মীরা আমার সঙ্গেই আছেন’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর