বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভারতের গরিবতম মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা প্রতিনিধি

ভারতের গরিবতম মুখ্যমন্ত্রী মমতা

ভারতের ৩০ মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। তাদের গড় সম্পত্তির পরিমাণ ৩৩.৯৬ কোটি রুপি। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনবারের মুখ্যমন্ত্রী। সাতবারের সংসদ সদস্য। কেন্দ্রের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লাখ রুপির কিছু বেশি। সেই অর্থে মমতাই হলেন দেশের মধ্যে সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী। দেশটির নির্বাচনী হলফনামা থেকে এ তথ্য তুলে ধরেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি সংস্থা। যা জানা গেছে বুধবার। বিত্তবান মুখ্যমন্ত্রীদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে সম্পদের পরিমাণ ৫১০ কোটি রুপি। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি রুপির বেশি। তৃতীয় স্থানে আছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, সম্পত্তির পরিমাণ ৬৩.৮৭ কোটি রুপি। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর-এর সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি এবং পদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর ৩৮ কোটি রুপির সম্পত্তি আছে।

 

সর্বশেষ খবর