মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

উপাত্ত সুরক্ষা আইনেরও অপপ্রয়োগ হবে

নিজস্ব প্রতিবেদক

উপাত্ত সুরক্ষা আইনেরও অপপ্রয়োগ হবে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান বলেছেন, উপাত্ত সুরক্ষা খসড়া আইন সংশোধন করা না হলে আমরা অত্যন্ত দ্রুত গতিতে একটি নজরদারির সমাজে রূপান্তরিত হব। আইনটি ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণমূলক আইনে পরিণত হবে। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ (খসড়া) নিয়ে সংস্থাটি তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। এ সময় তিনি এ মন্তব্য করেন। ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এ আইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কথা বলা হচ্ছে। কোন কোন তথ্যকে ব্যক্তিগত তথ্য বলা হচ্ছে সেটা যেন চিহ্নিত করা হয়। তা না হলে আইনটি কোনো অবস্থায়ই গ্রহণযোগ্য হতে পারে না। জাতীয় মানদন্ডে এটা গ্রহণযোগ্য যেমন নয়, তেমনি আন্তর্জাতিক মানদন্ডেও নয়। খসড়া আইনে বেশ কিছু সরকারি কর্তৃপক্ষকে মোটাদাগে পছন্দ অনুযায়ী ব্যতিক্রম তালিকাভুক্ত করা হয়েছে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান চাইলেই বলতে পারে আমার জন্য এ আইনটি প্রযোজ্য নয়। আমরা মনে করি, এ আইনে ব্যতিক্রম ব্যাপারটা থাকতে পারে যদি জাতীয় নিরাপত্তার বিষয় থাকে। এ আইন প্রয়োগকারী সংস্থা হতে হবে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হবে, সরকারই প্রতিষ্ঠিত করবে কিন্তু সরকারের নিয়ন্ত্রণের বাইরে হতে হবে। তিনি আরও বলেন, আইনটি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহারের ঝুঁকিও সৃষ্টি করা হয়েছে। এটি যদি সংশোধন করা না হয় তাহলে আমরা অত্যন্ত দ্রুত গতিতে একটি নজরদারির সমাজে রূপান্তরিত হব।

সর্বশেষ খবর