বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নাশকতা বন্ধ সরকারের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

নাশকতা বন্ধ সরকারের দায়িত্ব

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করি না। অগ্নিকান্ডকে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে হবে। অভিযোগ করলে তা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। আমরা চাই যেন অগ্নিকান্ডের ঘটনা আর না ঘটে। অগ্নিকান্ড ও নাশকতা প্রতিরোধের দায়িত্ব সরকারের। গতকাল রাজধানীর কুড়িলে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। জি এম কাদের আরও বলেন, প্রতিদিন উৎপাদনের রেকর্ড হলে বিদ্যুতের লোডশেডিং কেন? বিদ্যুতের জন্য হাহাকার কেন? তিনি বলেন, দেশের বেশির ভাগ মানুষ অভাবে আছে। আনন্দ-উৎসব করার সামর্থ্য তাদের নেই। বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্ত দিনে দিনে নিম্নমধ্যবিত্ত হয়ে যাচ্ছে আর নিম্নমধ্যবিত্ত বিত্তহীন, দরিদ্র হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মৃধার আয়োজনে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক মোড়ল জিয়াউর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর