সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে গুলি গণপিটুনিতে নিহত হামলাকারী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ এলোপাতাড়ি গুলি চালালে তিন রোহিঙ্গা আহত হন। এ সময় সংঘবদ্ধ রোহিঙ্গাদের পাল্টা প্রতিরোধের সময় গণপিটুনিতে এক হামলাকারী সন্ত্রাসী নিহত হয়েছেন।

গতকাল ভোর রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরের দিকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০-২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে আশপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। তখন সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দিলে তিনি মারা যান। এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ পরে ঘটনাস্থলে এসে নিহত সন্ত্রাসীকে উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। ওসি জানান, হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য। তবে নিহত সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে। আহত রোহিঙ্গারা হলেন ১৩ নম্বর ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

সর্বশেষ খবর