বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

আসছেন ৩০ দেশের ২ শতাধিক প্রতিনিধি

থাকবেন মরিশাসের প্রেসিডেন্ট, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও

কূটনৈতিক প্রতিবেদক

দুই দিনের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলন উপলক্ষে ঢাকায় আসছেন ৩০টি দেশের দুই শর বেশি প্রতিনিধি। আগামী শুক্রবার শুরু হবে এ সম্মেলন। এতে মরিশাসের প্রেসিডেন্ট ধীরাজ রিপন, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েন্ডি শ্যারমেনসহ জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ অন্তত ২৬টি দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া অন্য দেশগুলোর জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এতে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করবেন। এর বাইরে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ দেবেন।

জানা যায়, হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ভারত ও সিঙ্গাপুরের দুটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান থাকছে আয়োজক হিসেবে। শুক্রবার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানের আগে চারটি প্রি-কনফারেন্স অধিবেশন হবে। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পাঁচটি অধিবেশন হবে। সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকায় আসতে শুরু করবেন বিদেশি অতিথিরা। ষষ্ঠবারের মতো অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘টেকসই ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্ব’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সম্মেলনের প্রতিপাদ্যের সঙ্গে সংগতি রেখে অধিবেশনগুলোতে ভারত মহাসাগরীয় অঞ্চলের টেকসই ভবিষ্যতের লক্ষ্যে অর্থনৈতিক রূপরেখা, শান্তি ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব গড়ে তোলা, স্থিতিশীল অঞ্চল প্রতিষ্ঠা ও চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর আগে ২০১৬ সালে প্রথম সিঙ্গাপুরে এ সম্মেলন শুরু হয়। পরবর্তীতে ২০১৭ সালে শ্রীলঙ্কা, ২০১৮ সালে ভিয়েতনাম, ২০১৯ সালে মালদ্বীপ, ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, এর মধ্যে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় চার দিনের সফরে বৃহস্পতিবার আসবেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপন। এটাই মরিশাসের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর হবে। সফরে তিনি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে আলোচনায় সমুদ্র অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, বৈদেশিক কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি ও জলবায়ুর প্রভাব মোকাবিলাবিষয়ক সহযোগিতা প্রাধান্য পাবে। হতে পারে একাধিক চুক্তি ও সমঝোতা। মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রমুখ। কূটনৈতিক সূত্র জানায়, সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা আসবেন প্রতিবেশী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। এর আগে সর্বশেষ গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যান্য বিদেশি প্রতিনিধিদের ঢাকা সফরের কর্মসূচি নির্ধারণের শেষ সময়ের প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ খবর