শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা
হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

বাড়তি দামে চিনি বিক্রি হলে অ্যাকশন

নিজস্ব প্রতিবেদক

বাড়তি দামে চিনি বিক্রি হলে অ্যাকশন

বাজারে বাড়তি দামে চিনি বিক্রি করা হলে আগামী সপ্তাহ থেকেই প্রশাসন অ্যাকশনে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, হিসাব-নিকাশ করে চিনির দাম নির্ধারণ করে দিয়েছে ট্যারিফ কমিশন।

গতকাল মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও বৈশ্বিক বিষয়াবলি বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল হেলেনা কনিগেস-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

চিনির দাম নির্ধারণ করে দেওয়ার পরও বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে- এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই দিন হলো দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি সেভাবে বিক্রি না হয়, তাহলে ভোক্তা অধিকার তো আছেই। এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, সমস্যা হচ্ছে, আমরা খুব বেশি চাপ দিলে বাজার থেকে পণ্য উধাও হয়ে যায়। তখন উভয় সংকটে পড়ে যাই। পিঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়ার কথাও সাংবাদিকদের জানান তিনি।

ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের বাজারে ২০৩২ সাল পর্যন্ত ইবিএ (এভরিথিং বাট আর্মস) স্কিমের আওতায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

সর্বশেষ খবর