শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

জনদৃষ্টি সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক

জনদৃষ্টি সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, পঁচাত্তরের নভেম্বরে তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে জড়িয়ে মামলা নির্বাচনের আগে জনদৃষ্টিকে অন্যত্র সরানোর ষড়যন্ত্র। গতকাল তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদ মোশাররফসহ তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রসঙ্গ টেনে তিনি এ অভিযোগ করেন।

অলি আহমদ বলেন, শহীদ নাজমুল হুদার মেয়ের প্রতি আবেদন করতে চাই এবং জাতিকে জানাতে চাই, জিয়াউর রহমান সাহেব ওই সময়ে বন্দি ছিলেন। কোনো অবস্থাতেই তিনি ওই হত্যাকান্ডের জন্য নির্দেশদাতাও নন এবং পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এর সঙ্গে যুক্ত নন। নির্বাচনের আগে মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য এটি (মামলা) করানো হচ্ছে, মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য এটা একটা সুদূরপ্রসারী পরিকল্পনা। আমরা তাদের বলব, মিথ্যার আশ্রয় নেবেন না।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এম মোরশেদ, সাকলাইন, উপদেষ্টা মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাহ হোসেন মিয়াজি ও আইন সম্পাদক আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর