শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

ফেসবুকে ভাইরাল ভয়ংকর খুনের দৃশ্য

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে বখশিশের ১০০ টাকার দ্বন্দ্বে ২ সেকেন্ডে তিনবার ছুরিকাঘাতে সহকর্মীকে খুন করা হয়। ঘটনার দুই দিন পর র‌্যাবের হাতে গ্রেফতার হয় রাব্বি হোসেন (২২)। ঘাতক রাব্বি উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। গতকাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে পেট্রলপাম্পে গত বুধবার এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মারুফ (১৭)। সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে।

মেজর সাকিব জানান, মারুফকে খুন করে রাব্বি প্রথমে ফেনী তারপর চট্টগ্রামে যায়। সেখান থেকে কুড়িগ্রামে যাওয়ার পথে কুমিল্লাতে গ্রেফতার হয়। এদিকে ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফুটেজে দেখা যায়, পাম্পের ভিতর একটি টুলে বসে রাব্বী ও তার সঙ্গে দুজন। এ সময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বিকে কিছু বলছিল। পরে রাব্বি উত্তেজিত হয়ে যায়। সবুজ রঙের টি-শার্ট পরা মারুফ ও নীল রঙের টি-শার্ট পরা রাব্বির মাঝে কথা-কাটাকাটি হয়। এ সময় মারুফ পাশে ঝোলানো একটি ছাতা হাতে নিয়ে তাকে ধমক দেয়। পরে রাব্বি স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভিতরে একটি কক্ষে গিয়ে ফল কাটার ছুরি আনে। ধীরে ধীরে হেঁটে যায় মারুফের সামনে। সামনে গিয়ে মারুফের বুকে মাত্র দুই সেকেন্ডে তিনবার ছুরিকাঘাত করে। পরপর আঘাতে মারুফ লাফিয়ে উঠে অন্যত্র চলে গেলেও সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। রক্তক্ষরণে পাম্পেই মারা যায় সে। এদিকে ঘটনার পর রাব্বি ঘটনাস্থল ত্যাগ করে। উল্লেখ্য, গেল ১০ মে বখশিশের ১০০ টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এসকে পাম্পে সহকর্মীর ছুরিকাঘাতে অপর সহকর্মী নিহত হয়। ঘটনার পর মারুফের মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

সর্বশেষ খবর